ফেসবুকও সিগারেট!

সোশ্যাল মিডিয়া, টেক

টেক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-09-01 17:45:27

যুক্তরাষ্ট্রের সফটওয়্যারভিত্তিক প্রতিষ্ঠান সেলসফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে নতুন সিগারেট বলে আখ্যা দিয়েছেন।

সেলসফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক বেনিয়োফ এক টুইট বিবৃতিতে বলেন, ‘ফেসবুক একটি নতুন সিগারেট। যার নেশায় আসক্ত হয়ে পড়ছে বর্তমান প্রজন্মের শিশু কিশোররা। আমাদেরকে অবশ্যই আইন অনুযায়ী এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি বলেন, ফেসবুক হচ্ছে প্রকাশকরে মতো। এজন্য ফেসবুকে যা কিছু হচ্ছে যত অপপ্রচার এবং ক্ষতিকর কনটেন্ট ছড়ানো হচ্ছে তার জন্য প্রতিষ্ঠানটিকে জবাবদিহি করতে হবে।

এর আগে ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ বাক স্বাধীনতার উপর একটি ভাষণ দেওয়ার ঘোষণা করেছিলেন।

জাকারবার্গ বলেন, ‘আমি মনে করে কথা বলা একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং মানুষের মতামতের উপর ভিত্তি করে সম্মিলিতভাবে বিশ্বব্যাপী বাক স্বাধীনতাসহ যেকোনো প্রতিকূল মূহুর্তের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’

উল্লেখ্য নতুন সিগারেট বলতে, তিনি ফেসবুককে একটি আসক্তির সঙ্গে তুলনা করেছেন। যা সবার জন্য ক্ষতিকর এবং এ প্ল্যাটফর্মের মাধ্যমে আগামী প্রজন্মকে ভুল পথে পরিচালিত করা হচ্ছে।

সূত্র: টেক ক্রাঞ্চ

এ সম্পর্কিত আরও খবর