লঞ্চের আগেই ফাঁস হলো মটো জি৮ প্লাসের ফিচারসমূহ

মোবাইল ফোন, টেক

টেক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-11 23:11:41

মটোরোলার পরবর্তী স্মার্টফোন মটো জি৮ প্লাস বাজারে আসার ঠিক কয়দিন আগেই বিভিন্ন মাধ্যমে এর স্পেসিফিকেশন ফাঁস করা হয়েছে।

ওয়াটার ড্রপ নচসহ ৬.৮ ইঞ্চির ফুলএইচডি প্লাস ডিসপ্লের ফোনটিতে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ। প্রিমিয়াম গ্রেডিয়েন্ট আর ফিনিশ লুকের ডিভাইসটির ব্যাক প্যানেলে নিরাপত্তা স্বার্থে থাকছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।

ট্রিপল ক্যামেরা সেকশনের প্রাইমারি ক্যামেরায় থাকছে ৪৮ মেগাপিক্সেল সেন্সর। একটি ১৬  মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল এবং ৫ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর ক্যামেরা।
এছাড়া সেলফি তোলার জন্য থাকছে একটি ২৫ মেগাপিক্সেল ক্যামেরা।

ফোনটিকে সচল করতে ৪০০০ মিলি অ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

দ্রুতগতির পারফরমেন্স নিশ্চিত করতে ৪ জিবি র‍্যামের সঙ্গে থাকছে ইনবিল্ট ১২৮ জিবির লার্জ স্টোরেজ। সেই সঙ্গে এতে স্ন্যাপড্রাগন ৬৬৫ চিপসেট ব্যবহার করা হয়েছে।

প্রযুক্তিবিষয়ক সংবাদ মাধ্যম উইনয ফিউচারের প্রতিবেদন অনুযায়ী, চলতি মাসের ২৪ তারিখে স্মার্টফোনের বাজারের দেখা মিলবে মটো জি৮ প্লাস। প্রাথমিকভাবে ব্রাজিলসহ ইউরোপের বিভিন্ন অঞ্চলের ছাড়া হবে ফোনটি।

সূত্র: জিসমোচীনা

এ সম্পর্কিত আরও খবর