গুগলের জনপ্রিয় ভয়েজ অ্যাসিস্ট্যান্ট সার্ভিস ‘ওকে গুগল’ সিস্টেমের ত্রুটির কারণে বেশকিছু অ্যান্ড্রয়েড ইউজাররা বিপাকে পড়েছেন। এই ত্রুটির ফলে ওকে গুগল থেকে ফোনের স্ক্রিন অন রেখে ব্যাটারির চার্জ শেষ করছে।
অ্যান্ড্রয়েড পুলিশের প্রতিবেদক জানান, গুগল অ্যাসিস্ট্যান্ট স্মার্টফোনে চালু করেম কিন্তু প্রকৃতপক্ষে তা গুগল হোম এবং পিক্সেল স্লেটের মতো অন্যান্য ডিভাইসেও চালু হয়ে যায়। তিনি যখন গুগল হোমের সঙ্গে কথা বলছেন তখন তার ফোনেও তা চালু হয়ে ছিল।
একই ঘটনা ঘটেছে আরও একজন ইউজারের সঙ্গে। তিনি গুগল হোমে গুগল অ্যাসিস্টেন্ট চালু করেন কিন্তু পিক্সেল স্লেটেও ফিচারটি চালু হয়ে যায়। কিন্তু এরকম দীর্ঘসময় ধরে কোনো ডিভাইসের স্ক্রিন অন থাকলে তা থেকে বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা থাকে।
গুগল অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, যদি কোনো ইউজারের কাছে গুগল হোম এবং ফোন থাকে তাহলে গুগল হোম ডিভাইসটি শুধু ‘ওকে গুগল’ বললেই সাড়া দেবে।
সম্প্রতি একই সমস্যা প্রত্যক্ষ করেছেন এমন অনেক ইজার বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে অভিযোগ করেছিল। এরমধ্যে এ সমস্যাটি বিশেষভাবে পিক্সেল ফোনে দেখা দিয়েছিল।
সূত্র: হিন্দুস্তান টাইমস