ট্রুকল অ্যাপেও গ্রুপ চ্যাটিং!

সোশ্যাল মিডিয়া, টেক

টেক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-27 19:35:13

স্মার্টফোনে ব্যবহৃত বেশকিছু জনপ্রিয় অ্যাপের মধ্যে ট্রুকলার একটি। সুইডিশ ভিত্তিক ট্রুকলার প্ল্যাটফর্মটি তাদের বিশাল সংখ্যার ইউজারদের জন্য ‘ট্রুকলার গ্রুপ চ্যাট’ ফিচার চালু করেছে।

শুক্রবার (১৮ অক্টোবর) ট্রুকলার এক বিবৃতিতে জানায়, প্রতিষ্ঠানটির লক্ষ্য হচ্ছে নিরাপদ এবং স্প্যাম-ফ্রি যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা। এই সিস্টেমটিতে একটি ইউনিক ইনভাইটেশন ম্যাকানিজমে তৈরি করা হয়েছে। শুক্রবার বিশ্বব্যাপী অ্যাপটির অ্যান্ড্রয়েড এবং আইওএস অপারেটিং সিস্টেমের জন্য আপডেট ভার্সন আসবে।

ট্রুকলার গ্রুপ চ্যাটে ইউজাররা নিজেদের নির্দিষ্ট গ্রুপের মধ্যে মেসেজ, ছবি, ভিডিও শেয়ার করতে পারবে। যা একটি ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

ইউজারদের গোপনীয়তা নিশ্চিত করতে অপরিচিত কোনো গ্রুপে তার নম্বর দেখানো হবে না। যদি কেউ নম্বরের জন্য অনুরোধ করে তখন অন্য ইউজার সম্মতি দিলে দেখতে পারবে।

এই অ্যাপটি ইনস্টল করে নিলে অপরিচিত নম্বর থেকে আসা ফোন কিংবা এসএমএস দাতার পরিচয় বলে দিতে পারে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এ সম্পর্কিত আরও খবর