স্মার্টফোনের জগতে এবছরের সবচেয়ে আলোচিত বিষয় ছিল ফোল্ডেবল স্মার্টফোন। স্যামসাং, হুয়াওয়ের পরে আরও অনেকেই ঘোষণা দিয়েছে ফোল্ড স্মার্টফোন বাজারে ছাড়ার। তবে অনেকেই এখনও আলোর মুখ দেখেনি। কিন্তু সব কিছু ছাপিয়ে এবার ১৩ নভেম্বর মটোরোলার ফোল্ডেবল বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে।
মটোরোলার পক্ষ থেকে ইতোমধ্যে লস এঞ্জেলসে লঞ্চ ইভেন্টের আমন্ত্রণ পাঠাতে শুরু করেছে। আর এই ইভেন্টের মধ্য দিয়ে উন্মোচন হবে ক্ল্যাসিক মটোরোলা রেজারের স্মার্ট ফোল্ড ভার্সন মটোরোলা রেজার ২০১৯।
তাই স্যামসাংয়ের গ্যালাক্সি ফোল্ড, হুয়াওয়ের মেট এক্স সঙ্গে এই প্রতিযোগিতায় আসছে মটোরোলা রেজার ২০১৯।
ফোনটির বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ১৫০০ ইউরো যা বাংলাদেশি টাকায় প্রায় ১ লাখ ৪২ হাজার টাকা।
সূত্র: দ্য ভার্জ
আরও পড়ুন: