সম্প্রতি উন্মোচিত হল গুগলের পিক্সেল৪, এক্সএল স্মার্টফোন। এ ডিভাইসে নিরপত্তাস্বার্থে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানেরর পরিবর্তে ফেসলক আনলক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। কিন্তু ইউজারের চোখ বন্ধ থাকলেও মুখের সামনে নিলে ফোন আনলক হয়ে যায়।
এক নিরাপত্তা বিশেষজ্ঞের মতে, চোখ বন্ধ থাকা অবস্থায় ফেসিয়াল রিকগনিশন কাজ করে এই সিস্টেমে ত্রুটি আছে। ফলে ইউজার ব্যতীত অন্য কেউ চাইলেও ফোনটি আনলক করে প্রবেশ করতে পারবে।
Proof, for those asking #madebygoogle #pixel4 pic.twitter.com/mBDJphVpfB
— Chris Fox (@thisisFoxx) October 15, 2019
অন্যদিকে অ্যাপলের ফেস আইডি প্রযুক্তিতে ইউজারকে সজাগ থাকতে হয়। অর্থাৎ ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তিতে চোখে খোলা থাকাও আবশ্যক।
গুগল এক বিবৃতিতে দাবি করছে, পিক্সেল ৪ এ ব্যবহৃত ফেস আনলক প্রযুক্তি বায়োমেট্রিক সিকিউরিটি সিস্টেম থেকে বেশি নিরাপদ। তবে এ অবস্থার পরিপ্রেক্ষিতে তাদের সিস্টেমটিকে আরো আপডেট করা হবে বলে জানায়।
সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ গ্রাহাম গ্রাহাম ক্লালায় বিবিসি সংবাদমাধ্যমকে জানান, ঘুমে থাকা অবস্থায় কেউ যদি মুখের সামনে ফোন ধরে আনলক করে নেয় তাহলে তো অনেক বড় নিরাপত্তা ঝুঁকি রয়ে গেছে।
সূত্র: বিবিসি