মাল্টি বিলিনিয়রদের কত রকমের অদ্ভুত স্বভাব থাকে তা শিরোনামে আসলে সাধারণ মানুষের নজরে আসে। কিন্তু বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলোন মাস্ক প্রতিদিন নিজের মোবাইল ভাঙেন।
এক নথিতে আসা তথ্যানুযায়ী, ইন্টারনেটে নিজের নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষা করতে নিয়মিত নিজের ফোন ধ্বংস করেন এবং নতুন ফোন ব্যবহার করেন। তবে ফোনটি ধ্বংস করার আগে তার সব ডেটা মুছে দেন তিনি।
বিজনেস ইনসাইডারের প্রতিবেদনে বলা হয়, ইলোন মাস্ক নিরাপত্তা স্বার্থে প্রতিদিন তার ফোন এবং সেলুলার পরিবর্তন করেন। আর পুরাতন ডিভাইসটি ফেলে দেওয়ার আগে তার ডেটা স্টোরেজ করে ধ্বংস করে ফেলেন।
মাস্কের আইনজীবী অ্যালেক্স স্পাইরো বিজনেস ইনসাইডারকে জানায়, আরও দশ জনের মতো তিনি (মাস্ক) ফোন পরিবর্তন করেন। কারণ তার ফোনে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকে। যা অন্যদের হাতে গেলে যে কোনো ধরনের ক্ষতিসাধন করতে পারে।
সূত্র: হিন্দুস্তান টাইমস