আইফোন মানেই বিশেষ আকর্ষণ, নতুন কিছু এবং অধিক বিক্রি। কিন্তু আইফোন ১১ উন্মোচিত হওয়ার পর এর ডিজাইন এবং ক্যামেরা নকশা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। এমনকি অ্যাপল তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যেও পৌঁছাতে পারবে না বলে বেশ কিছু প্রতিবেদনে বলা হয়েছিল।
সম্প্রতি নতুন এক প্রতিবেদনে বলা হচ্ছে, আইফোন ১১ বাজারে ইতোমধ্যে ভালো একটা অবস্থান করে নিয়েছে, যা অপ্রত্যাশিত ছিল।
শনিবার (২৭ অক্টোবর) দক্ষিণ কোরিয়ায় আইফোনের নতুন সংস্করণ লঞ্চিংয়ের প্রথম দিনেই ১ লাখ ৩০ হাজার ইউনিট বিক্রি হয়েছে বলে শোনা যাচ্ছে। যদি এই সংখ্যা সঠিক হয় তাহলে অ্যাপলের প্রবৃদ্ধি গতবছরের তুলনায় ৩০ শতাংশ বৃদ্ধি পাবে।
অ্যাপল যদিও বিপুল সংখ্যক আইফোন ১১ বিক্রির করেছে তবে স্যামসাংকে অতিক্রম করতে পারেনি। স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি নোট ১০ লঞ্চিংয়ের প্রথম দিনেই ২ লাখ ২০ হাজার ইউনিট বিক্রি করেছে। তবে যেহেতু স্যামসাং কোরিয়ান ব্র্যান্ড তাই বিক্রির পরিমাণ বিদেশি ব্র্যান্ড থেকে কিছুটা বেশি হওয়া স্বাভাবিক।
আইফোনের নতুন সংস্করণের উল্লেখযোগ্য পরিমাণ বিক্রির ফলে ইতোমধ্যে অ্যাপল এই সিরিজের উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করছে।
সূত্র: জিসমোচীনা