লোগোতে পরিবর্তন আনল ফেসবুক

সোশ্যাল মিডিয়া, টেক

টেক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-13 07:54:01

লোগোতে পরিবর্তন নিয়ে এল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। সোমবার (৪ নভেম্বর) এমন তথ্য জানায় প্রযুক্তিবিষয়ক ম্যাগাজিন 'দ্য ভার্জ'।

পূর্বে ফেসবুকের লোগোর প্রথম বর্ণ ছিল ক্যাপিটাল। বাকি বর্ণগুলো ছিল স্মল। কিন্তু নতুন উন্মোচিত লোগোতে সবগুলো বর্ণই ক্যাপিটাল। নতুন এ লোগোর বর্ণগুলো পূর্বের ফন্ট থেকে পৃথক।

লোগোর রঙেও এসেছে পরিবর্তন। নতুন লোগোতে বড় অক্ষরের ‘ফেসবুকে’ শুধুই নীল রঙের পরিবর্তে কয়েকটি রঙ ব্যবহার করা হয়েছে। এরমধ্যে ফেসবুকের জন্য নীল, হোয়াটসঅ্যাপের জন্য সবুজ এবং ইনস্টাগ্রামের জন্য গোলাপি। তবে ফেসবুকের ওয়েবসাইট ও মূল অ্যাপে পূর্বের লোগোই থাকছে।

বছরজুড়ে সমালোচনার তুঙ্গে থাকা এ জায়ান্ট স্যোসাল প্ল্যাটফর্ম তাদের বিভিন্ন সেবা ও পণ্যগুলো নতুন লোগোতে ব্র্যান্ডিং করতে চায়। তবে ঠিক কবে থেকে নতুন লোগো তাদের ব্র্যান্ডিং শুরু করতে যাচ্ছে, সে বিষয়ে কোন স্পষ্ট তথ্য জানা যায়নি।

ফেসবুকে এক ব্লগ বিবৃতিতে জানায়, নতুন লোগো উন্মোচনের মাধ্যমে ফেসবুক কোম্পানি থেকে ফেসবুক অ্যাপের আলাদা পরিচিতি হবে। মানুষ তাহলে ফেসবুকের আওতাধীন অন্যান্য সেবাগুলো সম্পর্কেও জানতে পারবে।

  

এ সম্পর্কিত আরও খবর