অ্যাপল এবং ব্রডকমকে ১.১ বিলিয়ন ডলার জরিমানা

বিবিধ, টেক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 02:29:51

ক্যালিফোর্নিয়ার ইন্সটিটিউট অফ টেকনোলজি (ক্যালটেক) বিশ্ববিদ্যালয়ে চারটি ওয়াই-ফাই প্রযুক্তির পেটেন্ট লঙ্ঘনের দায়ে প্রযুক্তি জায়ান্ট কোম্পানি অ্যাপল এবং ব্রডকমকে ১.১ বিলিয়ন মার্কিন ডলার জরিমানা করেছে আদালত। বুধবার (২৯ জানুয়ারি) লস অ্যাঞ্জেলেসের একটি আদালত এই নির্দেশ দিয়েছেন।

জুরির নির্দেশনা অনুযায়ী, জরিমানার অর্থ ক্যালটেক বিশ্ববিদ্যালয়কে দিতে হবে। জরিমানাকৃত অর্থের মধ্যে অ্যাপলকে ৮৩৭ মিলিয়ন ও ব্রডকম দিবে ২৭০ মিলিয়ন ডলার দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

লস অ্যাঞ্জেলসের কাছে অবস্থিত ক্যালটেক বিশ্ববিদ্যালয় ২০১৬ সালে প্রযুক্তি জায়ান্টদের বিরুদ্ধে মামলা করেছিলেন। মামলা থেকে জানা যায়, অ্যাপলের পণ্য আইফোন, আইপ্যাড ও অ্যাপলের ঘড়ি গুলোতে ব্রডকম উপাদান ব্যবহার করেছে যা বেতার ডেটা সংক্রমণ সম্পর্কিত ক্যালটেক পেটেন্টগুলোকে লঙ্ঘন করেছে।

তবে এ রায়ের বিরুদ্ধে অ্যাপল ও ব্রডকম আপিল করবে বলে জানা গেছে।

রায়ের পর ক্যালটেক বিশ্ববিদ্যালয় এক বিবৃতিতে বিচারক ও রায়ের প্রশংসা করেন।

এ সম্পর্কিত আরও খবর