এক চার্জেই ৫০৭ কিলোমিটার যাবে টেসলার গাড়ি

, টেক

টেক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 23:58:30

সবচেয়ে দ্রুতগতির আধুনিক অটোমেটেড গাড়ি তৈরি প্রতিষ্ঠান টেসলা ওয়াই মডেলের শক্তিশালী ইলেকট্রিক গাড়ি বাজারে আনবে বলে ঘোষণা দিয়েছে।

অত্যাধুনিক টেসলা ওয়াইয় মডেলের গাড়ির ব্যাটারি একবার চার্জ করলেই টানা ৫০৭ কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দেওয়া যাবে। ফলে দীর্ঘ ভ্রমণে তেল ফুরানো বা ব্যাটারির চার্জ নিয়ে দুশ্চিন্তায় পড়তে হবে না।

প্রতিষ্ঠানটি দাবি করেছে, এই গাড়ির ব্যাটারি ব্যাকআপ মিলবে ৫০৭ কিলোমিটার। তবে সময়ের সঙ্গে ব্যাটারির ক্ষমতা আরও বাড়তে পারে বলে জানায়।
ইতোমধ্যেই, টেসলা ভক্তরা ওয়াই মডেলের ইলেকট্রিক গাড়ির জন্য প্রি-অর্ডার করেছেন গ্রাহকরা। এজন্য আগ্রহী ক্রেতাদেরকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মার্চ মাস থেকে এর উৎপাদন কার্যক্রম শুরু হবে। যা ১৫ মার্চের পর থেকে ক্রেতাদের মাঝে পৌঁছে দেওয়া হবে।
বিশ্বে যখন জলবায়ু পরিবর্তন নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা তখন এই ইলেকট্রিক গাড়ি পরিবেশ রক্ষায় নতুন দিগন্ত উন্মোচন করেছে। বায়ু দূষণ রোধে করে ধীরে ধীরে এর জনপ্রিয়তা পায় ইলেকট্রিক গাড়ি।

প্রসঙ্গত, টেসলার এই গাড়ির মডেল গত বছরের মার্চ মাসে উন্মোচন করা হয়। যা এবছরের মার্চে বাজারজাতকরণের জন্য প্রস্তুত হবে।

এ সম্পর্কিত আরও খবর