স্যামসাংয়ের মিডরেঞ্জের ফোনে চার ক্যামেরা

মোবাইল ফোন, টেক

টেক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-25 01:20:06

এবার স্মার্টফোনের বাজারে মিডরেঞ্জের মধ্যে চার ক্যামেরা বিশিষ্ট ডিভাইস নিয়ে আসবে জনপ্রিয় ফোন নির্মাতা স্যামসাং। মিডরেঞ্জের সেগমেন্টে লঞ্চ হবে স্যামসাং গ্যালাক্সি এ২১।

অ্যান্ড্রয়েড হেডলাইনসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, স্যামসাংয়ের এই মিডরেঞ্জ স্মার্টফোনে কোয়াড বা চারটি ক্যামেরা থাকবে। এর মধ্যে ক্লোজ আপ ছবি তোলার জন্য থাকবে একটি ম্যাক্রো ক্যামেরা।

ক্যামেরা
ফোনটির ব্যাক প্যানেলে থাকবে চারটি রিয়ার ক্যামেরা। আর সামনে থাকবে স্টাইলিশ ট্রেন্ডি পাঞ্চ হোল ডিসপ্লে, যার নিচে থাকবে সেলফি ক্যামেরা। স্বল্প আলোতেও মানসম্পন্ন ছবি তুলতে থাকবে ডুয়াল এলইডি ফ্ল্যাশ।

ডিজাইন
ফোনটির দুইপাশে সরু বেজেল থাকলেও নিচের দিকে বেশ চওড়া বেজেল দেখা গেছে। ক্যামেরা সেকশনের পাশে ফোন আনলক করারা জন্য থাকবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।
হার্ডওয়্যার

গ্যালাক্সি এ২১ ডিভাইসের ভেতরে থাকবে এক্সিনস ৭৯০৪ চিপসেট এবং ৪জিবি র‍্যামের সঙ্গে ৬৪জিবি ইনবিল্ট মেমোরির সুবিধা।

তবে ফোনটি কবে বাজারে ছাড়া হবে এবং বাজারমূল্য কত হবে তা এখনও জানা যায়নি।

এ সম্পর্কিত আরও খবর