অবশেষে হোয়াটসঅ্যাপ ডার্ক মুড

সোশ্যাল মিডিয়া, টেক

টেক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-25 22:42:50

বহুল অপেক্ষিত হোয়াটসঅ্যাপ বেটা ভার্সনের ডার্ক মুড ফিচারটি অবশেষে সকল অ্যানড্রয়েড ও আইফোন ইউজারদের জন্য উন্মুক্ত করা হয়েছে। প্রায় এক বছর ধরে বেটা ভার্সনের এই ফিচারটি পরীক্ষা শেষে এখন স্টেবল ভার্সনে দেওয়া হয়েছে।
 
হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এক বিবৃতিতে  জানায়, আইওএস ও অ্যান্ড্রয়েড দুই অপারেটিং সিস্টেমেই ফিচারটির আপডেট পাওয়া যাবে। অ্যান্ড্রয়েড ১০ ও আইওএস ১৩ ইউজাররা সিস্টেম সেটিংস থেকে ডার্ক মোড সিলেক্ট করে হোয়াটসঅ্যাপে ডার্ক মুড ব্যবহার করতে পারবেন।

ডার্ক মুডে একটি ধূসর ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা হয়েছে। যার উপরে অফ হোয়াইট কালারের টেক্সট দেখা যাবে। ফলে চোখের উপর বাড়তি চাপ পড়বে না এবং ব্যবহারে শান্তি লাগবে।



ম্যানুয়ালি ফিচারটি চালু করতে হবে:

হোয়াটসঅ্যাপে সেটিংস > চ্যাট > ডিসপ্লে > থিম > ডার্ক থিম অপশনটি বেছে নিতে হবে।



এছাড়া হোয়াটসঅ্যাপে ডার্ক মুড ছাড়াও প্রচলিত ‘লাইট থিম’ ব্যবহার করা যাবে।

তবে পুরনো অ্যান্ড্রয়েড ইউজাররা হোয়াটসঅ্যাপ সেটিংস থেকে আলাদা ভাবে ডার্ক মোড এনেবেল করতে হবে। এছাড়া আইওএস ১২ অথবা পুরনো ভার্সন ব্যবহারকারীরা এই ফিচার ব্যবহার করতে পারবেন না।

এ সম্পর্কিত আরও খবর