করোনাভাইরাসে আতঙ্ক মানে বোকামি বললেন ইলন মাস্ক

বিবিধ, টেক

টেক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 19:02:51

পুরো বিশ্ব যখন করোনাভাইরাস আতঙ্কে কাঁপছে তখন রকেট নির্মাতা স্পেসএক্স ও গাড়ি নির্মাতা টেসলা প্রধান ইলন মাস্কের মতে করোনাভাইরাস নিয়ে আতঙ্ক মানে বোকামি।

গত শুক্রবার (৬ মার্চ) টেসলা প্রধান তার নিজস্ব টুইটার অ্যাকাউন্ট থেকে এই টুইট করেন। কিন্তু তার লক্ষাধিক অনুসারীরা এই টুইটকে ভালোভাবে গ্রহণ করেনি। বরং টুইটারে এই নিয়ে রীতিমত সমালোচনা শুরু হয়েছে মাস্কের নামে। ইতোমধ্যে তার টুইটে ১০ লাখের বেশি মন্তব্য করেছেন অনুসারীরা।

চীন থেকে ছড়িয়ে পড়া এই মহামারীর আতঙ্কে বেশ কিছু প্রযুক্তি প্রতিষ্ঠান তাদের কার্যক্রম বন্ধ, আন্তর্জাতিক সম্মেলনসমূহ বাতিল এবং তাদের কর্মীদেরকে বাসা থেকে কাজ করার নির্দেশে দিয়েছেন।

আর এই মুহূর্তে টেসলা প্রধানের এই টুইট যেনো আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো। তার অনেক ভক্ত অনুসারীরা তার উপর খেপেছে। কিন্তু মাস্কের পক্ষ থেকে এখনও কিছু বলা হয়নি।

এপর্যন্ত সর্বশেষ খবর অনুযায়ী, চীনে মহামারী রূপ নেওয়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মারা গেছে ৩,৮০০ জন এবং আক্রান্তের পরিমাণ প্রায় এক লাখ। বিশ্বে

এ সম্পর্কিত আরও খবর