প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়িয়েছেন বিল গেটস। জনসেবামূলক কাজে বেশি সময় অতিবাহিত করার জন্য সরে দাঁড়িয়েছেন মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা।
শুক্রবার (১৩ মার্চ) রাতে তিনি তার সরে যাওয়ার ঘোষণা দেন। ঘোষণা দিয়ে তিনি বলেন, মাইক্রোসফট আমার জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। তবে এখন আমি বিশ্ব স্বাস্থ্য ও উন্নয়ন, শিক্ষা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আরও বেশি সময় মনোনিবেশ করতে চায়।
মাইক্রোসফটের সঙ্গে ওয়ারেন বাফেটের মালিকানাধীন হোল্ডিং কোম্পানি বার্কশায়ার হাথাওয়ের পর্ষদ থেকেও পদত্যাগ করেছেন গেটস।
ফোর্বসের তালিকা অনুযায়ী, ১০৩ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার নিয়ে ৬৫ বছর বয়সী গেটস বর্তমানে বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী। আর প্রথম স্থানে রয়েছে জেফ বোজেস।
২০০০ সালে দাতব্য সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন গড়ে তোলেন গেটস। ওই বছরই মাইক্রোসফটের প্রধান নির্বাহী থেকে পদত্যাগ করেন তিনি। এতদিন শুধু পরিচালনা পর্ষদে যুক্ত থাকলেও এবার সেখান থেকেও সরে দাঁড়ালেন বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ধনী।