করোনা মোকাবিলায় কাজ করছে ট্রাম্প প্রশাসন ও গুগল

আইসিটি সংবাদ, টেক

টেক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 21:46:08

করোনাভাইরাস মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সরকার ও দেশটির ব্যবসায় গোষ্ঠী এক যোগে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কোম্পানিরা নির্বাহী প্রধানরা ঘোষণা দিয়েছেন, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় এই সংকটময় মুহূর্তে একযোগে কাজ করতে হবে।

এজন্য টেক জায়ান্ট গুগল একটি ওয়েবসাইট তৈরি করবে যা থেকে মার্কিন নাগরিকরা করোনা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য পাবে এবং কোন মুহূর্তে কি করতে হবে সে অনুযায়ী নির্দেশনা পাবে। ওয়েবসাইট থেকে জানা যাবে, একজন ব্যক্তির কোনো পরীক্ষার প্রয়োজন আছে কিনা এবং প্রয়োজনে খুচরা বিক্রেতাদের দোকানে পরীক্ষার জন্য বুথ নির্মাণ করা হবে।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমি গুগলকে ধন্যবাদ দিত চাই। গুগল কর্তৃপক্ষ একটি ওয়েবসাইট তৈরিতে আমাদের সহায়তা করছে, যার কাজ খুবই দ্রুত শেষ হয়ে যাবে। এই সাইট থেকে একজন ব্যক্তির পরীক্ষার প্রয়োজন আছে কিনা তা নির্ধারণ করতে এবং নিকটবর্তী সুবিধাজনক স্থানে তাকে পরীক্ষার তথ্য দিয়ে সাহায্য করবে।

তিনি জানান, এই মুহূর্তে ওয়েবসাইট তৈরিতে গুগলের ১,৭০০ জন দক্ষ ইঞ্জিনিয়ার কাজ করছেন।

এদিকে, যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্সও জানান, করোনাভাইরাস স্ক্রিনিংয়ের পাইলট প্রকল্পের কার্যক্রম শুরু হবে ১৬ মার্চ থেকে সমুদ্র উপকূলীয় এলাকায়। যা সরকারি ও বেসরকারি যৌথভিত্তিতে পরিচালিত হবে।

সূত্র: রয়টার্স

এ সম্পর্কিত আরও খবর