ইন্টারনেট সংযোগ ১০ কোটি ল্যান্ডমার্কের হাত ছোঁয়া দূরত্বে

, টেক

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-30 17:03:52

দেশে কার্যকর ইন্টারনেট সংযোগ এখন ৯ কোটি ৯৯ লাখ ৮৪ হাজার। তাতে প্রথমবারের মতো ১০ কোটি ল্যান্ডমার্কে পৌঁছাতে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের আর মাত্র ১৬ হাজার সংযোগ দরকার। হয়তো মার্চের এই কয় দিনে সেটি অর্জিত হয়েও গেছে।

ফেব্রুয়ারি মাসের শেষের এই তথ্য বুধবার (২৫ মার্চ) সকালে প্রকাশ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন।

অবশ্য গত কয়েক মাস ধরে দেশের কার্যকর ইন্টারনেট সংযোগ এক মাসে বাড়ে তো পরের মাসেই আবার কমে যায় এই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিল।

গত বছরের অক্টোবরেই কার্যকর ইন্টারনেট সংযোগ ৯ কোটি ৯৬ লাখে পৌঁছে গেলেও পরের মাস থেকেই কমা-বাড়ার মধ্য দিয়ে চলছিল।

সংশ্লিষ্টরা বলছেন, যেহেতু বড় দুটি অপারেটরের ওপর বিটিআরসি তাদের অডিট সংক্রান্ত পাওনা দেনার কারণে নানা বিধি-নিষেধ আরোপ করে রেখেছিল সে কারণে গ্রামীণফোন ও রবি ইন্টারনেট সংযোগ বৃদ্ধিতে খুব একটা মন দিতে পারেনি।

সে কারণেই দশ কোটি সংযোগের ল্যান্ডমার্ক অর্জন করতে এতোটা দেরী হয়েছে।

এর আগে ২০১৮ সালের আগস্ট মাসে নয় কোটি কার্যকর ইন্টারনেট সংযোগের ল্যান্ডমার্ক অর্জন করে দেশ। তার আগে ২০১৭ সালের নভেম্বরে আট কোটি, একই বছরের এপ্রিলে সাত কোটি তার আগের বছরের মার্চে ছয় কোটি এবং ২০১৫ সালের জুলাইতে পাঁচ কোটি ইন্টারনেট সংযোগের ল্যান্ডমার্ক অর্জন করে দেশ।

এ সম্পর্কিত আরও খবর