উসকানি দেওয়ার অভিযোগে আরো ১৬ আইডি’র বিরুদ্ধে মামলা

মোবাইল ফোন, টেক

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 12:25:04

ঢাকা: চলমান আন্দোলনে শিক্ষার্থীদের উসকানি ও ভিত্তিহীন গুজব ছাড়ানোর দায়ে আরোও ১৬ আইডির বিরুদ্ধে মামলা হয়েছে।

ছাত্র আন্দোলনকে নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার, ইউটিউব, অনলাইন নিউজ পোর্টাল ও ব্লগে বিভিন্ন উসকানিমূলক পোস্ট, লেখা, ভিডিও এর মাধ্যমে আইন শৃংখলা পরিস্থিতির অবনতির অপচেষ্টাকারীদের বিরুদ্ধে রমনা মডেল থানায় ১৬আইডির বিরুদ্ধে একটি মামলা করা হয়।

সোমবার (৬ আগস্ট) সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখার উপ-কমিশনার (ডিসি)  মাসুদুর রহমান বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে, রমনা থানা সূত্রে জানা যায় -আইন শৃংখলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন উসকানিমূলক পোস্ট, লেখা, ভিডিও আপলোড করার জন্য রমনা মডেল থানায় ২ আগস্ট, ২৯ টি আইডির বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে একটি মামলা হয়েছিল।

একই অপরাধে ৫ আগস্ট সাইবার ক্রাইম ইউনিটের সোস্যাল মিডিয়া মনিটরিং টিমের এএসআই অজয় কুমার বিশ্বাস বাদী হয়ে আরো ১৬ টি আইডির বিরুদ্ধে মামলা করেন।

এ সম্পর্কিত আরও খবর