ডিপিডিসি কেটেছে ইন্টারনেট ক্যাবল, সংযোগ নেই ৫০০০ পয়েন্টে

আইসিটি সংবাদ, টেক

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 10:26:28

রাজধানীর পান্থপথ এলাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের ক্যাবল কেটে দিয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)।

রোববার (১২ এপ্রিল) সকালে ক্যাবল কাটার ফলে ওই এলাকার প্রায় পাঁচ হাজার গ্রাহক ব্রডব্যান্ড সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

ইন্টারনেট সেবাকে জরুরি সেবা ঘোষণার পরও কোনো নোটিশ ছাড়াই ওই এলাকায় ক্যাবল কাটা হয়েছে বলে জানিয়েছেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি আমিনুল হাকিম।

তিনি বলেন, ‘রোববার সকালে পান্থপথের ফিরোজা টাওয়ারের সামনে ইন্টারনেটের ক্যাবলগুলো কেটে দেওয়া হয়েছে। ওই এলাকার প্রায় সবার এখন ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন। যারা বাড়িতে অফিস করছিলেন তারা সবচেয়ে বেশি বিড়ম্বনায় পড়েছেন।’

ওখানেই বিডিনিক্স পপ থাকায় সমস্যাটা জটিল আকার ধারণ করেছে বলেও জানান হাকিম। সঙ্গে সঙ্গেই আইএসপিএবি বিষয়টি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) অবহিত করেছেন।

সন্ধ্যা পর্যন্ত ওই এলাকায় ইন্টারনেট সেবাদাতা কোম্পানিগুলো ২০ শতাংশের মতো ক্যাবল জোড়া দিতে পেরেছেন। এদিকে আবার পুলিশের বাধার কারণে কাজ করতে সমস্যায় পড়ছেন বলে অভিযোগ করেন হাকিম।

এ সম্পর্কিত আরও খবর