করোনার জন্য নতুন রিঅ্যাকশন যুক্ত করছে ফেসবুক

সোশ্যাল মিডিয়া, টেক

টেক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 12:13:13

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে করোনাভাইরাস প্রাদুর্ভাবকে মাথায় রেখে একটি নতুন রিঅ্যাকশন বা প্রতিক্রিয়া যুক্ত করছে।

নতুন এই রিঅ্যাকশনটি ব্যবহার করে একজন ইউজার অন্য ইউজারদের প্রতি সংহতি প্রকাশ করতে পারবেন। বর্তমানে ফেসবুকের রিঅ্যাকশন অপশনে লাইক, লাভ, স্যাড, ওয়াও, হাহা এবং এংরি অনুভূতি প্রকাশ করা যায়।

নতুন রিঅ্যাকশন বাটনটি একটি ফেস বা মুখের ইমোজি যা একটি হার্ট ইমোজিকে জড়িয়ে ধরে রেখেছে।

করোনাভাইরাস সম্পর্কিত নতুন প্রতিক্রিয়া বাটনটি আগামী সপ্তাহ থেকে বিশ্বব্যাপী ইউজারদের জন্য উন্মুক্ত করা হবে।

আর ফেসবুক মেসেঞ্জার অ্যাপেও নতুন একটি হার্ট রিঅ্যাকশন যুক্ত করা হয়েছে। যা আজ থেকেই বিশ্বের বিভিন্ন অঞ্চলে পাওয়া যাবে। প্রতিক্রিয়াটি একটি 'হৃদ স্পন্দনের' আদলে তৈরি করা হয়েছে।

নতুন প্রতিক্রিয়া বাটনটি পেতে হলে ইউজারকে তার মেসেঞ্জার থেকে অন্য ইউজারকে প্রথমে একটি হার্ট পাঠাতে হবে। পরবর্তী সেই ইমোজিতে প্রেস করে ধরলে নিচের দিক থেকে নতুন ইমোজিটি সিলেক্ট করতে হবে।

ফেসবুক যোগাযোগ বিভাগের ম্যানেজার আলেক্সান্দ্রু ভইসিয়া এক টুইট বার্তায় জানান, এই সংকটময় মুহূর্তে ইউজাররা যেন অন্য ইউজারদের কিংবা তাদের পরিবার বন্ধুদের প্রতি বাড়তি সহানুভূতি প্রকাশ করতে পারে তাই এই নতুন সংযোজন করা হয়েছে।

সূত্র: গ্যাজেট ৩৬০

এ সম্পর্কিত আরও খবর