করোনাভাইরাস মোকাবিলায় প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠানগুলো বিভিন্ন অনুদানসহ সংক্রমণ ঠেকাতে কাজ করছে। তারই ধারাবাহিকতায় জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা স্যামসাং তাদের স্মার্টওয়াচে হাত ধোয়ার একটি অ্যাপ যুক্ত করেছে।
স্যামসাংয়ের স্মার্ট ওয়াচে 'হ্যান্ড-ওয়াশিং' বা হাত ধোঁয়ার অ্যাপ থেকে সাধারণ বিরতিতে ইউজারকে হাত ধোঁয়ার কথা মনে করিয়ে দেবে। আর হাত ধোঁয়ার সময় ২৫ সেকেন্ড গণনা করবে।
তবে স্যামসাংই প্রথম নয়, এর আগে গুগল তাদের পরিধানযোগ্য ডিভাইসে এরকম ফিচার চালু করেছে। যেখানে ইউজারের হাত ধোঁয়ার জন্য ৪০ সেকেন্ড গণনা করা হয়।
বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমণ বাতাসের বেগে ছড়িয়ে পড়েছে। তাই সংক্রমণ ঠেকাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ চিকিৎসকেরা পরামর্শ দিয়েছে ২০ সেকেন্ড ধরে সাবান দিয়ে হাতে ধুতে হবে। তাহলে করোনাভাইরাসের জীবাণু মারা যাবে।
সূত্র: দ্য ভার্জ