স্কটল্যান্ডের জেলখানায় বন্দীদেরকে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগের জন্য মোবাইল ফোনের সুবিধা দেওয়া হয়েছে। মূলত বন্দিদের দেখতে আসা ব্যক্তিদের মধ্যে থেকে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এই আদেশ দিয়েছে দেশটির প্রশাসন।
স্কটিশ সরকার এবং জেলখানার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা মনে করেন, এতে করে বন্দিদের মানসিক স্বাস্থ্যের উন্নয়ন এবং করোনার সংক্রমণ থেকে তাদের রক্ষা করা যাবে।
দেশটির বিচার বিভাগের সাধারণ সম্পাদক হামজা ইউসুফ বলেন, বন্দি ও তাদের পরিবার পরিজনদের সহায়তায় এটি একটি সময়োপযোগী পদক্ষেপ।
তিনি জানান, প্রশাসন মোবাইল ফোনের সঠিক ও নিরাপদ ব্যবহার নিশ্চিত করবে। এই মোবাইল ফোন পরিসেবা খুব দ্রুতই কার্যকর করা হবে।
তবে মোবাইল ফোন সেবার মধ্যে কোনো বন্দি টেক্সট ম্যাসেজ, ইনকামিং কল এবং ইন্টারনেট ব্যবহার করতে পারবে না। এছাড়া আউটগোয়িং কলের ক্ষেত্রে বিশেষভাবে নজর রাখা হবে।
সূত্র: বিবিসি