করোনার উপসর্গ ট্র্যাকিংয়ে ম্যাপ চালু করলো ফেসবুক

, টেক

টেক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 00:49:34

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ফেসবুক তাদের প্রথম ম্যাপ চালু করেছে। যা থেকে অঞ্চলভেদে করোনা উপসর্গ শনাক্ত করে নিয়মিত ম্যাপে আপডেট ডেটা প্রকাশ করবে।

সোমবার (২০ এপ্রিল) ফেসবুক কর্তৃপক্ষ তাদের করোনাভাইরাস উপসর্গ শনাক্তকরণ ম্যাপ চালু করার কথা জানায়। প্রতিষ্ঠানটি কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করছে।

ফেসবুকের সার্ভে সিস্টেম

এই ম্যাপে গবেষকরা, একটি সার্ভে সিস্টেম তৈরি করেছে যা থেকে কোভিড-১৯ সংক্রমিত ব্যক্তি শনাক্ত করা যাবে। এরমধ্যে ম্যাপে অঞ্চলভেদে মানুষের তথ্যাদি বিশ্লেষণ করা হবে।

ফেসবুক প্রধান মার্ক জাকারবার্গ জানান, ম্যাপ প্রকাশের প্রথম দুই সপ্তাহের মধ্যে ১০ লাখের বেশি মানুষ এই সার্ভেতে অংশগ্রহণ করে। তাই বিশ্বব্যাপী জরিপ চালানোর ঘোষণা দিয়েছেন তিনি। যা এই সপ্তাহের মধ্যে কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

সূত্র: সিএনবিসি

এ সম্পর্কিত আরও খবর