চুরি করা অর্থ ফিরিয়ে দিল হ্যাকাররা

আইসিটি সংবাদ, টেক

টেক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 12:14:03

চুরি হয়ে যাওয়া টাকা আবার ফেরত পাওয়া যাবে এমনটা এখন ভাবাই যায় না। সম্প্রতি ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সি থেকে চুরি হওয়া ২৫ মিলিয়ন ডলার দুইদিন পরে ফিরিয়ে দিয়েছে হ্যাকাররা।

বিভিন্ন রেকর্ড থেকে দেখা যায়, চুরি যাওয়া অর্থ চীনা ভিত্তিক ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম ডিফোর্স থেকে আত্মসাৎ করা হয়েছে।

ক্রিপ্টোকারেন্সি থেকে চুরি হওয়া ১০ মিলিয়ন ডলার নেওয়া হয়েছে ওপেন সোর্স ইথিরিয়ামে, ১০ মিলিয়ন ডিজিটাল কয়েনে যা মার্কিন ডলারের সঙ্গে যুক্ত এবং ৪ মিলিয়ন অন্যান্য ডিজিটাল কয়েনের মাধ্যমে নেওয়া হয়েছে।

কিন্তু মজার বিষয় হচ্ছে তার ঠিক দুই দিন পরেই বিভিন্ন ক্রিপ্টোকারেন্সিতে সেই পরিমাণ টাকা জমা হয়েছে।

ডিফোর্স হচ্ছে একটি অনলাইন প্ল্যাটফর্ম যেখানে ইউজাররা একজন আরেকজনের সাথে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে লেনদেন করতে পারেন।

ডি ফোর্স এর প্রতিষ্ঠাতা মিন্ডাও ইয়াং এক বিবৃতিতে বলেন, হ্যাকাররা আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে এবং আমরাও তাদের সঙ্গে আলোচনা করার ইচ্ছা প্রকাশ করেছিলাম।

তিনি জানান, এই অ্যাটাকে কেবল আমাদের ইউজাররাই শুধু ক্ষতিগ্রস্ত হননি, আমাদের বিভিন্ন পার্টনার আমার সহ-প্রতিষ্ঠাতা এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছি।

সূত্র: বিবিসি

এ সম্পর্কিত আরও খবর