ক্ষতিকর কনটেন্ট রিভিউ করছেন ফেসবুক কর্মীরা

সোশ্যাল মিডিয়া, টেক

টেক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 04:53:57

করোনা প্রাদুর্ভাবে ফেসবুকে চুক্তিতে কাজ করা কনটেন্ট মডারেটররা চলে যাওয়ায় প্রতিষ্ঠানটির পূর্নলালীন কর্মীরা ক্ষতিকর কনটেন্ট পর্যালোচনা করছে।

ফেসবুক কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে পূর্ণকালীন মেয়াদে কর্মরতদের ক্ষতিকর কনটেন্ট রিভিউ করতে হবে। এসব কনটেন্টের মধ্যে আত্নহত্যা, পর্নোগ্রাফি, শিশু নির্যাতনের মতো ক্ষতিকর কনটেন্ট রয়েছে।

ফেসবুক জানায়, গত মাসে করোনা সংক্রমণ ঠেকাতে চুক্তিতে কাজ করা কর্মীদের বাড়িতে পাঠানো হয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই প্ল্যাটফর্মে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা, অটোমেশন প্রযুক্তির বৃদ্ধিসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে।

ফেসবুক প্রধান মার্ক জাকারবার্গ জানান, 'আমাদের বেশকিছু পূর্ণকালীন কর্মীদেরকে এসব ক্ষতিকর কনটেন্ট রিভিউ করতে হচ্ছে। কিন্তু খুব দ্রুতই আমাদের অন্যান্য পার্টনারদের সঙ্গে যোগাযোগ করে স্বল্প সংখ্যাক কনটেন্ট রিভিউয়ারকে নিয়োগ দেওয়া হবে।

তবে কর্মীদের অফিস থেকে কাজ করা বাধ্যতামূলক নয়। তারা চাইলে ঘর থেকেও কাজ করতে পারবে।

এ সম্পর্কিত আরও খবর