এবার ৬০০ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর নিয়ে স্যামসাং

মোবাইল ফোন, টেক

টেক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-25 18:22:22

জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা স্যামসাং ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর তৈরি করে হৈচৈ ফেলে দিয়েছে প্রযুক্তি পাড়ায়। তবে এবার ১০৮ কিংবা ২০৮ নয় গুঞ্জন উঠেছে ৬০০ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর তৈরির কাজ করছে স্যামসাং।

সেন্সর বিজনেস টিমের প্রধান ইয়োগিন পার্কের প্রকাশিত একটি ব্লগে বলেন, 'মানুষের চোখের রেজুলেশন হয় প্রায় ৫০০ মেগাপিক্সেল, ডিএসএলআর ও ফোনের ক্যামেরায় রেজুলেশন থাকে যথাক্রমে ৪০ এবং ১২ মেগাপিক্সেল। কিন্তু আমাদের প্রযুক্তি ও প্রতিষ্ঠানগুলো তার থেকে বেশি সক্ষমতার লেন্স তৈরির জন্য কাজ করছে।'

তিনি জানান, স্যামসাং কোম্পানি উচ্চক্ষমতা সম্পন্ন ক্যামেরা সেন্সর নিয়ে কাজ করছে। যার রেজুলেশন হবে প্রায় ৬০০ মেগাপিক্সেল। তাই প্রতিষ্ঠানগুলো সেন্সর প্রযুক্তি নিয়ে দিন-রাত কাজ করছে যারর নিখুঁত ছবি মানুষের চোখ থেকে বেশি ডিটেইল ধরতে সক্ষম হবে।

পার্ক বলেন, স্যামসাং শুধু ইমেজ সেন্সরই নয় পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন সেন্সরের কাজ করছে। যা ভবিষ্যতে মানুষের মত গন্ধ অথবা স্বাদ পরোক্ষ করতে পারবে।

সম্প্রতি বাজারে আসা গ্যালাক্সি এস২০ আল্ট্রা ফোনে স্যামসাং ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর প্রযুক্তি ব্যবহার করেছে।

এ সম্পর্কিত আরও খবর