করোনা: স্বাস্থ্য সংস্থাগুলোকে টার্গেট করছে হ্যাকাররা

বিবিধ, টেক

টেক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-23 01:17:26

করোনাভাইরাস মহামারিকে পুঁজি করে অনেকেই স্বার্থ সিদ্ধির জন্য অবৈধ কাজে লিপ্ত হয়েছে। এরমধ্যে অনলাইনে সাইবার আটকের জন্য করোনাকে বেছে নিয়েছে হ্যাকাররা। গুগলের নিরাপত্তা বিশ্লেষণে দেখা যায়, ম্যালওয়্যার এবং হ্যাকিং য়ের জন্য বিভিন্ন সরকার সমর্থিত ডজন খানেক হ্যাকার গ্রুপ কাজ করছে।

বুধবার (২২ এপ্রিল) গুগলের ঝুঁকি বিশ্লেষক গ্রুপ জানায়, হ্যাকাররা আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলোকে টার্গেট করছে।

এর আগে, বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে দেখা যায়, হ্যাকাররা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লিউএইচও) টার্গেট করেছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাস নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ভূমিকা পালন করছে ডব্লিউএইচ ও এবং অন্যান্য স্বাস্থ্য সংস্থাগুলো। আর এসব কেন্দ্রকে টার্গেট করে হ্যাকাররা বিশ্বব্যাপী মানুষের তথ্য হাতিয়ে নিচ্ছে।

সম্প্রতি গুগল জানায়, প্রতিদিন করোনা সংক্রান্ত এক কোটি ৮০ লাখ ফিশিং মেইল এবং ম্যালওয়্যার ব্লক করছে তারা।

তবে এই মার্কিন টেক জায়ান্ট বলছে, সব ধরনের মিথ্যা ভুয়া খবর ঠেকাতে এবং সাইবার অ্যাটাক প্রতিরোধ করতে তারা ইন্টারনাল ইনভেস্টিগেশন টুল চালু করেছে।

সূত্র: রয়টার্স

এ সম্পর্কিত আরও খবর