ফেসবুক ভিডিও চ্যাটে একসঙ্গে ৫০ জন

সোশ্যাল মিডিয়া, টেক

টেক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-17 04:19:17

বিশ্বজুড়ে লকডাউনের কারণে পরিবার পরিজন কিংবা অফিসের কাজে সবাই এখন ভিডিও কল অ্যাপগুলোতে ঝুঁকছে। এই তালিকার শীর্ষে রয়েছে জুম, গুগল ডুয়ো, স্কাইপ। কিন্তু এবার এই প্রতিযোগিতায় এগিয়ে থাকতে সোশ্যাল টেক জায়ান্ট ফেসবুক তাদের নতুন ভিডিও চ্যাটের ফিচার উন্মুক্ত করেছে।

নতুন এই ফিচারটির নাম মেসেঞ্জার রুমস। যেখানে একসঙ্গে ৫০ জন গ্রুপ ভিডিও চ্যাটে অংশ নিতে পারবে।

ফেসবুক কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, বিশ্বব্যাপী লকডাউনের কারণে নির্ধারিত সময়ের আগেই তাদের আওতাধীন প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ও ফেসবুকে ভিডিও ফিচার নিয়ে এসেছে। এছাড়া অপ্রত্যাশিত কোনো ইউজার যেনো অন্যদের ভিডিও চ্যাটে অংশ নিতে না পারে সেই বিষয়টি মেসেঞ্জার রুমসে নিশ্চিত করা হয়েছে।

প্রাথমিকভাবে ফিচারটি যুক্তরাজ্যের ব্যবহারকারীদের জন্য ছাড়া হয়েছে। যা আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিশ্বব্যাপী সকল ইউজারদের জন্য উন্মুক্ত করা হবে।

ফেসবুক অ্যাকাউন্ট না থাকলেও ফিচারটি ব্যবহার করা যাবে। এজন্য ভিডিও চ্যাটের লিঙ্ক পাঠিয়ে নির্ধারিত ইউজারকে গ্রুপ চ্যাটে ইনভাইট করা যাবে।

মেসেঞ্জার রুমসে থাকছে ৩৬০ ডিগ্রি অগমেন্টেড রিয়ালিটি ব্যাকগ্রাউন্ড ফিচার।

এছাড়া এই ফিচারটি ফেসবুকের আওতাধীন হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এবং পোর্টেবল ভিডিও ডিভাইসেও যুক্ত করা হবে।

এ সম্পর্কিত আরও খবর