দেশে প্রথমবারের মতো প্লেষ্টেশন (পিএসফোর) গেমারদের নিয়ে আয়োজন করা হচ্ছে 'অ্যাপেক্স লিজেন্ডস' গেমিং টুর্নামেন্ট।
বুধবার (২৯ এপ্রিল) রাত ১০.৩০ মিনিটে এই টুর্নামেন্ট শুরু হবে।
জানা গেছে, ইলেকট্রনিক আর্টস বা ইএ'র জনপ্রিয় ব্যাটল রয়েল ফার্স্ট পারসন শুটিং গেমস 'অ্যাপেক্স লিজেন্ডস' এর গেমারদের নিয়ে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। এটি দেশের প্রথম অ্যাপেক্স লিজেন্ডস টুর্নামেন্ট। শুধু মাত্র বাংলাদেশি গেমাররাই এখানে অংশ নিতে পারবেন। এই টুর্নামেন্টে অংশ নিবে প্রায় ২০টি দল। এক একটি দলে ৩ জন করে গেমার বা অংশগ্রহণকারী থাকবেন। তারা একত্রে একটি নির্দিষ্ট সার্ভারে খেলবেন। পয়েন্টের ভিত্তিতে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন নির্ধারণ করা হবে। প্রতিটি দল মাত্র ৫০০ টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে এই টুর্নামেন্টে অংশ নিয়েছে।
টুর্নামেন্টটি আয়োজন করেছেন অনল ও দেশসেরা অ্যাপেক্স লিজেন্ডসের বেশ কিছু গেমার। টুর্নামেন্টের মূল পরিকল্পনাকারী অনল বলেন, সবার মাঝে একটা সম্পর্ক তৈরি করাই মূল উদ্দেশ্য। অ্যাপেক্সের নাম সব গেমারদের মাঝে ছড়িয়ে দেওয়ার ইচ্ছে আছে।
তিনি আরও বলেন, এই পুরো টুর্নামেন্ট আয়োজনের পেছনে আমার পাশাপাশি কাজ করছে Ac1D ও Ace ক্ল্যান। এছাড়া বিডি অ্যাপেক্স কমিউনিটির এডমিন প্যানেলসহ আরও অনেকেই আছেন।
Ac1D ক্ল্যানের এডমিন হুজ্জাত রাফি বলেন, অবশ্যই আমি আনন্দিত। বাংলাদেশের সব ভালো গেমাররা এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। এক সাথে খেলব। একে অপরের বিপক্ষে খেলব। সবার সাথে একটা সম্পর্ক তৈরি হবে এটা জেনেইতো ভালো লাগছে।
টুর্নামেন্টের বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কার রয়েছে। বিজয়ী দল পাবেন ৩ হাজার টাকা। রানার্সআপ দল পাবেন ২ হাজার টাকা এবং তৃতীয় স্থানে থাকা দল পাবে ১ হাজার টাকা।
সরাসরি দেখতে চাইলে টুর্নামেন্টের দিন চোখ রাখতে হবে 'HyperOnol' ফেসবুক পেজ-এ।