৭৫ লাখ ফেস শিল্ড দেবে অ্যাপল

মোবাইল ফোন, টেক

টেক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 21:56:52

বিশ্বব্যাপী সামনের সারির স্বাস্থ্য কর্মীদের জন্য ৭৫ লাখ ফেস শিল্ড সরবরাহের ঘোষণা দিয়েছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল।

সম্প্রতি অ্যাপলের নির্বাহী প্রধান টিম কুক এক বিবৃতিতে জানান, করোনা পরিস্থিতি মোকাবিলায় সামনের সারির স্বাস্থ্য কর্মীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন। এজন্য করোনা মোকাবিলার গুরুত্বপূর্ণ সরঞ্জাম ফেস শিল্ড সরবরাহের পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি। প্রয়োজনের ভিত্তিতে প্রতি সপ্তাহে ১০ লাখ করে ফেস শিল্ড স্বাস্থ্য কর্মীদের কাছে পৌঁছে যাবে। পাশাপাশি তাদের সাপ্লাই চেইন অংশীদারদেরকে সঙ্গে নিয়ে আরও তিন কোটি মাস্ক সরবরাহের পরিকল্পনা নিয়েছে।

টিম বলেন, 'আমাদের কর্মীরা নতুন আইপ্যাড প্রো, ম্যাজিক কি-বোর্ড, ম্যাকবুক এয়ার এবং নতুন আইফোন এসই উৎপাদের পাশাপাশি ফেস শিল্ডের ডিজাইন, মান নিয়ন্ত্রণ করে তার দ্রুত সরবরাহের জন্য কাজ করছে।'

বিবৃতিতে টিম জানান, অ্যাপলের তৈরি কোভিড-১৯ স্ক্রিনিং অ্যাপটি ২০ লাখ বারের বেশি ডাউনলোড এবং ওয়েব ভার্সনে ৩০ লাখ ভিজিটি করা হয়েছে।

মার্চে অ্যাপল কর্তৃপক্ষ কোভিড-১৯ মোকাবিলায় বিশ্বব্যাপী ১০ লাখ মাস্ক সরবরাহের ঘোষণা দিয়েছে।

সূত্র: গ্যাজেটস নাও

এ সম্পর্কিত আরও খবর