যুক্তরাজ্যে বিদ্যুৎ সরবরাহ করতে টেসলা'র আবেদন

, টেক

টেক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 05:37:59

অত্যাধুনিক বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা যুক্তরাজ্যে ইলেক্ট্রিসিটি প্রোভাইডারের জন্য আবেদন করেছে।

ইলেকট্রিক গাড়ির জন্য বিখ্যাত টেসলা গাড়ির পাশাপাশি এমন ব্যাটারি তৈরি করে যা নবায়নযোগ্য শক্তি সঞ্চয় করে ঘরোয়া এবং শিল্প কারখানাগুলোতে ব্যবহৃত হয়।

প্রতিষ্ঠানটি অটোবিডার নামে একটি সফটওয়্যার তৈরি করেছে যা গ্রিডের অবশিষ্ট উৎপন্ন বিদ্যুৎ বিক্রি করে।

টেসলার নির্বাহী প্রধান ইলন মাস্ক জানান, যুক্তরাজ্যের যে কোনো অংশে বিদ্যুৎ সরবরাহের অনুমতি চেয়ে দেশটির বিদ্যুৎ ও জ্বালানি বাজার অধিদফতরের কাছে একটি আবেদনপত্র জমা দিয়েছে।

টেসলা ব্যাটারির হোম ভার্সন, পাওয়ার ওয়াল এবং একটি সোলার প্যানেলের জন্য গুনতে হবে হাজার পাউন্ড।

তবে করোনাভাইরাসের জন্য লকডাউনের কারণে কারখানাগুলো বন্ধ থাকায় দেশটিতে বিদ্যুতের চাহিদা তুলনামূলক কম।

সূত্র: বিবিসি

এ সম্পর্কিত আরও খবর