চীনের টেক জায়ান্ট হুয়াওয়ে তাদের নিজস্ব অপারেটিং সিস্টেমে কম্পিউটার আনার পরিকল্পনা করছে। এর আগে মার্কিম নিষেধাজ্ঞার পরে তাদের নিজস্ব মোবাইল অপারেটিং সিস্টেম চালু করে প্রতিষ্ঠানটি।
তারই ধারাবাহিকতায় এবার স্বনির্ভর কম্পিউটার অপারেটিং সিস্টেম হারমোনি ওএস ২.০ লঞ্চ করবে হুয়াওয়ে। আর ইন্টেল প্রসেরের বিকল্প হিসেবে থাকবে হুয়াওয়ের প্রসেসর কুনপেং।
সম্প্রতি চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে এক পোস্ট থেকে জানা যায়, চীনের কম্পিউটার বাজারে হারমনিওএস ২.o প্রবেশ করবে। ইতোমধ্যে চীনের বেশকিছু অঞ্চলে হুয়াওয়ে তাদের পিসি সাপ্লাই চেইন পরিচালনা করছে।
হারমনি অপারেটিং সিস্টেম হুয়াওয়ের অন্যান্য পণ্য টিভি, কম্পিউটার, ট্যাব, স্মার্টওয়াচ, গাড়িসহ বিভিন্ন স্মার্ট ডিভাইসে ব্যবহৃত হবে। ফলে যা একসঙ্গে অনেকগুলো ডিভাইসে যুক্ত থাকবে।
সূত্র: জিসমোচীনা