বিশ্বজুড়ে করোনাভাইরাস বিপর্যয়ে মানুষ ঘরবন্দী, চলছে লকডাউন। ঠিক এই সময়ে ইন্টারনেটের ব্যবহার বেড়েছে কয়েকগুণ। লকডাউনের কারণে অনলাইন ভিডিও স্ট্রিমিং এবং মুভি ডাউনলোডের জন্য প্ল্যাটফর্ম, সোশ্যাল সাইট এবং রেকর্ড সংখ্যক ইউজার প্রত্যক্ষ করা হয়েছে। তাই এ সময়ে যেকোনো সাইট থেকে মুভি ডাউনলোডে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে মাইক্রোসফট।
এক টুইট বার্তায় মাইক্রোসফটের সিকিউরিটি ইন্টেলিজেন্স জানায়, পাইরেট স্ট্রিমিং সার্ভিস এবং টরেন্ট ডাউনলোডের মাধ্যমে হ্যাকাররা ইউজারদের অ্যাকাউন্টে প্রবেশ করছে। লকডাউনের প্রভাবে হ্যাকাররা পাইরেট স্ট্রিমিং সার্ভিস ও টরেন্ট ডাউনলোডের দিকে বিশেষভাবে নজরদারি করছে। এতে দেখা যায়, অ্যাক্টিভ মাইনার কয়েন ক্যাম্পেইন অনলাইনে সচল রয়েছে যা জিপ মুভি ফাইল ডাউনলোডের সময় ম্যালাশিয়াস (ভিবিস্ক্রিপ্ট) ছড়ায়। হ্যাকাররা ভিবিস্ক্রিপ্ট নামের একটি ফাইল জিপ ফাইলের মধ্যে রেখে দেয়।
তাই মুভি ডাউনলোডের ক্ষেত্রে ইন্টারনেট ইউজারদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে প্রতিষ্ঠানটি।