ঘরে বসেই কাজ, বছর পার করবে ফেসবুক-গুগল কর্মীরা

সোশ্যাল মিডিয়া, টেক

টেক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-25 03:38:38

করোনাভাইরাস বিপর্যয়ের শেষ কোথায় তা এখনো নিশ্চিত নয় কেউই। বিশ্বের বিভিন্ন দেশে স্বাস্থ্যবিধি মেনে লকডাউন শিথিল হলেও ভয় আছে। তাই কর্মীদের এ বছরের বাকিটা সময় বাসা থেকে কাজ করতে বলেছে ফেসবুক ও গুগল।

মার্কিন এই টেক জায়ান্টগুলো শিগগিরই তাদের অফিস খোলার ঘোষণা দিয়েছে। তবে বেশিরভাগ কাজ বাসা থেকেই করার সুবিধা রাখা হয়েছে।

ফেসবুক কর্তৃপক্ষ জানায়, ধারাবাহিকভাবে লকডাউন কমে আসলে জুলাই মাসে তাদের অফিস খোলার পরিকল্পনা রয়েছে।

এদিকে গুগল জানায়, বাসা থেকে কাজ করার সময়সীমা জুনের ১ তারিখ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। কিন্তু কর্মীদের স্বাস্থ্যের নিরাপত্তার কথা বিবেচনা করে তা আরও সাত মাস বাড়ানো হয়েছে।

গুগলের নির্বাহী প্রধান সুন্দর পিচাই জানান, যারা বাসা থেকে অফিস কার্যক্রম চালিয়ে যেতে চাচ্ছে তারা এবছরের বাকি পুরোটা সময় করতে পারবে।

ফেসবুক জানায়, কিছু কর্মীদের অফিসে থেকে কাজ করতে হতে পারে; তবে তা এখনো ঠিক করা হয়নি। কিন্তু যারা বাসা থেকে অফিস সামলাতে পারবে তারা এবছরের বাকি সময় বাসায় থেকে কাজ করতে পারবে।

প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে ফেসবুকই প্রথম তাদের কর্মীদের বাসা থেকে কাজ করার নির্দেশ দেয় এবং কর্মীদেরকে এক হাজার ডলার বোনাস হিসেবে দেয়।

সূত্র: বিবিসি

এ সম্পর্কিত আরও খবর