শিডিউল টুইট ফিচার আনবে টুইটার

সোশ্যাল মিডিয়া, টেক

টেক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-15 16:37:47

জনপ্রিয় মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম টুইটারে শিডিউল ফিচার চালু করা হয়েছে। এই ফিচারটি অন করে একজন ইউজার তার টুইট শেয়ার করার সময় নির্ধারণ করে দিতে পারবে। যা পরবর্তীতে টুইটার থেকে নির্দিষ্ট সময়ে স্বয়ংক্রিয়ভাবে পোস্ট হয়ে যাবে।

বর্তমানে এই ফিচারটি সীমিত পরিসরে টুইটার ডেক্সটপে চালু করা হয়েছে।

প্রযুক্তিভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল দ্য নেক্সট ওয়েব জানায়, ইতিমধ্যে কিছু ইউজার তাদের টুইটার অ্যাপে শিডিউল ফিচারটি প্রত্যক্ষ করেছে। যা কম্পোজ ট্যাবের পাশে একটি ক্যালেন্ডার আইকন হিসেবে দেওয়া হয়েছে।

শিডিউল ফিচারটি ইউজ করতে ক্যালেন্ডার আইকনে প্রেস করে নির্দিষ্ট দিন, মাস এবং সময় নির্বাচন করা যাবে।

গত নভেম্বরে টুইটার ঘোষণা দিয়েছিল তারা শিডিউল ফিচার নিয়ে কাজ করছে। বর্তমানে ফিচারটি নির্দিষ্ট কিছু ইউজারদের মধ্যে দেখা গেছে, যা এখনো সবার জন্য উন্মুক্ত করা হয়নি।

তবে এই নতুন ফিচারটি পরীক্ষাধীন অবস্থায় আছে নাকি পর্যায়ক্রমে বিশ্বব্যাপী ইউজারদের জন্য উন্মুক্ত করা হবে সে বিষয়ে কিছু জানায়নি টুইটার। কিন্তু ধারণা করা হচ্ছে টুইটার খুব শীঘ্রই এ ফিচারটি ইউজারদের জন্য চালু করবে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এ সম্পর্কিত আরও খবর