ডুয়ো তে ফ্যামিলি মুড চালু করল গুগল

সোশ্যাল মিডিয়া, টেক

টেক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 17:52:24

ভিডিও কলিংয়ে বাড়তি আনন্দ যোগ করতে টেক জায়ান্ট গুগল তাদের ভিডিও কলিং অ্যাপ ডুয়ো তে ফান ফিচার অ্যাড করেছে। নতুন ফিচারটি ব্যবহার করে প্রিয়জনদের সঙ্গে ভিডিও কলিং হবে আরও বেশি মজার।

গুগল ডুয়ো অ্যাপে 'ফ্যামিলি মুড' নামে একটি নতুন অপশন যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে ভিডিও কলে ডুডল করা যাবে। যা অনেকটা ফেসবুক মেসেঞ্জারের ফিচারের মত।

এজন্য গুগল ডুয়ো তে ভিডিও কল স্টার্ট করে মেন্যু আইকন ফ্যামিলি মুডে ক্লিক করতে হবে। নতুন এই ফিচারটি ব্যবহার করতে গুগল অ্যাকাউন্ট দিয়ে ডুয়ো তে সাইন ইন করলেই হবে।

বিশ্বব্যাপী এন্ড টু এন্ড এনক্রিপটেড ভিডিও কলিংয়ের জন্য গুগল ডুয়ো ইউজারদের কাছে জনপ্রিয়।

এর আগে, গুগল তাদের ওয়েব ব্রাউজার ক্রোম ভার্সন থেকেই ডুয়ো তে গ্রুপ কলিংয়ের সুবিধা চালু করেছে। পাশাপাশি ডুয়ো তে একসঙ্গে ভিডিও কলে ৩২ জন অংশগ্রহণ করার সুবিধা দিয়েছে। এছাড়া ভিডিও কলে অংশগ্রহণের জন্য যে কাউকে জি-মেইল অ্যাকাউন্ট থেকে ইনভাইট করা যাবে।

এ সম্পর্কিত আরও খবর