প্রযুক্তির একটি চমৎকার আবিষ্কার হচ্ছে কপি-পেস্ট ফিচার। প্রতিদিনের নানা কাজের মধ্যে একটি বহুল ব্যবহৃত ফিচার এটি। তাই কম্পিউটারে Crtl+C এবং Ctrl+V এই সাংকেতিক আমাদের সবারই জানা। তবে ভবিষ্যতে কপি-পেস্ট ফিচার কেমন হবে তার আভাস দিয়ে একটি ভিডিও প্রকাশ করেন গুগলকর্মী।
গুগল আর্টস অ্যান্ড কালচারেরকর্মী সিরিল ডায়াগন তার ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টে ভবিষ্যৎ কপি-পেস্ট ফিচারের নমুনা প্রকাশ করেন।
কপি-পেস্টের জন্য কোনো কী-বোর্ড বা মাউসের প্রয়োজন নেই। শুধুমাত্র অগমেন্টেড রিয়ালিটি (এআর) সাপোর্ট করে এমন একটি স্মার্টফোন দিয়েই হবে।
এখানে এআর প্রযুক্তির সাহায্যে অ্যাডোবি ফটোশপে কপি-পেস্ট করা হয়। কিন্তু মজার বিষয় হচ্ছে যে, কোনো লেখা বা ছবি নয় বরং বাস্তব জগতে রুমে থাকা ফুলদানি, বই, জামা ইত্যাদি সরাসরি কপি-পেস্ট করা হয়।
ডায়াগন জানান, এটা হচ্ছে এআর প্রযুক্তি ভিত্তিক কপি-পেস্ট সমাধান। এরজন্য 'বেসনেট' টুল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। যা আশেপাশের বস্তু শনাক্ত করে তার ব্যাকগ্রাউন্ড মুছে দেবে।
এই ফিচারটি অ্যান্ড্রয়েড ফোন থেকে পরীক্ষামূলক ভাবে দেখানো হয়েছে। তবে চূড়ান্ত ইউজারদের কাছে আসতে অনেক সময় লাগবে।