সোশ্যাল টেক জায়ান্ট ফেসবুক বিশ্বের সবচেয়ে বড় গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট (জিআইএফ) তৈরির ওয়েবসাইট গিফিকে ৪০০ মিলিয়ন ডলারে কিনে নিয়েছে।
নতুন মালিকানা অনুযায়ী এখন থেকে ফেসবুকের আওতাধীন অন্যান্য প্ল্যাটফর্মে গিফির পরিষেবা পাওয়া যাবে। ইতোমধ্যে ফেসবুক মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে গিফি সুবিধা রয়েছে। তাই নতুন করে ফেসবুকের আওতাধীন জনপ্রিয় ফটো শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রামে যুক্ত হবে গিফি।
ফেসবুক প্রোডাক্টের ভাইস প্রেসিডেন্ট ভিশাল শাহ জানান, জিআইএফের মোট ট্রাফিকের ৫০ শতাংশ ফেসবুকসহ এর আওতাধীন প্ল্যাটফর্মগুলো থেকে আসে এবং যার অর্ধেকই আসে ইনস্টাগ্রাম থেকে। আর এই সমন্বিত প্ল্যাটফর্মগুলো থেকে ইউজাররা খুব সহজেই গিফি ব্যবহার করে তাদের মনের আবেগ অনুভূতি প্রকাশ করতে পারবে।
তবে ফেইসবুকের কাছে বিক্রি হলেও অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটগুলোতেও গিফির স্টিকার ব্যবহার করা যাবে।
সূত্র: গ্যাজেটস নাও