দেশে বন্ধ হয়ে গেল উবার ইটস

আইসিটি সংবাদ, টেক

টেক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 16:32:21

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম উবার তাদের খাবার ডেলিভারি সার্ভিস 'উবার ইটস' এর কার্যক্রম আগামী জুন থেকে বাংলাদেশে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (১৯ মে) উবার নিউজরুম এ সংক্রান্ত একটি বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে জানানো হয়, 'দীর্ঘ এক বছর ধরে বাংলাদেশের রেস্টুরেন্টেগুলোর সঙ্গে যৌথভাবে সহজ ও নির্ভরযোগ্য উপায়ে সাফল্যের সঙ্গে খাবার সরবরাহ করেছি। কিন্তু আজ এক বছর পরে এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। আগামী ২জুন থেকে বাংলাদেশে উবার ইটসের কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি।'

তবে উবারের রাইড শেয়ারিং কার্যক্রম বাংলাদেশে অব্যাহত থাকবে।

বিশ্বব্যাপী জনপ্রিয় এই রাইড শেয়ারিং সার্ভিস বাংলাদেশে ২০১৬ সালে যাত্রা শুরু করে। যা ২০০৯ সালে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে প্রথম চালু হয়। তবে ঠিক কি কারণে উবার ইটস তাদের কার্যক্রম বন্ধ করছে এ বিষয়ে কিছু জানানো হয়নি।

সূত্র: উবার নিউজরুম

এ সম্পর্কিত আরও খবর