সমষ্টিগত মতামত পেতে লিঙ্কডইনে পোল ফিচার চালু

সোশ্যাল মিডিয়া, টেক

টেক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 17:39:19

সোশ্যাল মিডিয়ায় জনমত তৈরি করতে কিংবা কোনো বিষয়ে সমষ্টিগত মতামত পেতে পোল ফিচারটি বেশ জনপ্রিয়। এর মাধ্যমে ইউজাররা অনলাইনে তাদের স্বাধীন চিন্তার প্রতিফলন হিসেবে ভার্চুয়াল ভোটে অংশ নিতে পারে৷ তারই ধারাবাহিকতায় পেশাদার ভিত্তিক জনপ্রিয় প্ল্যাটফর্ম লিঙ্কডইনে নতুন 'পোলস' ফিচার চালু করেছে প্রতিষ্ঠানটি।

লিঙ্কডইনে পোলস ফিচারটির মাধ্যমে গুরুত্ব বহন করে এমন সব বিষয়ের ওপর একটি সমষ্টিগত মতামত ও দৃষ্টিভঙ্গি পাওয়া যাবে৷ এই ফিচারটি ব্যবহার করে ইউজাররা তাদের নেটওয়ার্কে যুক্ত থাকা ব্যক্তিদের থেকে গুরুত্বপূর্ণ মতামত সংগ্রহ করে সিদ্ধান্ত নিতে পারবে। ফিচারটি আগামী সপ্তাহের মধ্যে বিশ্বব্যাপী মোবাইল ও ডেক্সটপ ভার্সনে উন্মুক্ত করা হবে।

লিঙ্কডইনে পোল তৈরি করতে:

নতুন পোস্ট তৈরির অপশনে ট্যাব করে 'ক্রিয়েট পোল' বা পোল তৈরির অপশন নির্বাচন করুন।

একটি প্রশ্ন যুক্ত করে তাতে চারটি ভিন্ন অপশন দিন৷ এবার পোলটির সময় নির্ধারণ করে দিন৷ যা সর্বনিম্ন ২৪ ঘণ্টা থেকে সর্বোচ্চ দুই সপ্তাহ পর্যন্ত রাখা যাবে।

পোলের সঙ্গে চাইলে যেকোনো লেখাও পোস্ট করা যাবে৷ আর হ্যাশট্যাগ ব্যবহার করে আরও বেশি নেটওয়ার্কে পৌঁছানো যাবে।

পোলটির নির্দিষ্ট সময়সীমা শেষ হলে কোন বিষয়ে কত ভোট পড়েছে, মোট কত ভোট পড়েছে এবং বিজয়ী কে হয়েছে তা সহজেই জানা যাবে৷ এছাড়া পোল থেকে সরাসরি ভোটারদের সঙ্গে যোগাযোগ করা যাবে।

সূত্র: গ্যাজেটস নাও

এ সম্পর্কিত আরও খবর