সামাজিক দূরত্ব মেনেই গ্রুপ সেলফি তোলা যাবে আইফোনে!

মোবাইল ফোন, টেক

টেক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 22:45:23

স্মার্টফোনে সেলফি তোলা রীতিমতো একটি অভ্যাসে পরিণত হয়েছে ৷ আর বন্ধুবান্ধব একসঙ্গে হলে তো কথাই নেই, নানান ভঙ্গির গ্রুপ সেলফি মেতে ওঠা। তবে বর্তমান করোনাভাইরাস পরিস্থিতিতে সংক্রমণ ঠেকাতে সামজিক দূরত্বের কোনো বিকল্প নেই ৷ তাই বলে কি গ্রুপ সেলফি তোলা যাবে না? অবশ্যই যাবে! তেমনি এক নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল৷

খুব শিগগিরই আইফোন ইউজাররা বন্ধুদের সঙ্গে একস্থানে না থেকেও গ্রুপ সেলফি তুলতে পারবে ৷ টেক জায়ান্ট অ্যাপল 'সিন্থেটিক গ্রুপ সেলফি' তোলার জন্য একটি নতুন প্যাটেন্ট জমা দিয়েছে ৷ এই ফিচারটি ব্যবহার করে ইউজাররা একসঙ্গে একই স্থানে অবস্থান না করেও গ্রুপ সেলফি তুলতে পারবে৷

তবে অ্যাপল কর্তৃপক্ষ করোনাভাইরাস আক্রমণের বহু আগেই এই প্যাটেন্টটি মঞ্জুর করেছে ৷ যারা বর্তমান পরিস্থিতিতে বন্ধুবান্ধব এবং প্রিয়জনদের থেকে সামাজিকভাবে দূরত্ব বজায় থাকতে বাধ্য হয়েছেন তাদের জন্য এটি একটি গেম চেঞ্জিং প্রযুক্তি হতে পারে৷

প্যাটেন্ট অনুসারে, এই ফিচারটি আইফোন ও অ্যাপল ডিভাইসের ইউজারদের সিঙ্গেল সেলফি তুলে তা সামগ্রিকভাবে একটি গ্রুপ সেলফি তৈরিতে সাহায্য করবে ৷ এছাড়া গ্রুপ ভিডিও তৈরির ক্ষেত্রেও ফিচারটি কাজ করবে বলে অ্যাপল দাবি করেছে৷

তবে এই নতুন প্রযুক্তিটি ঠিক কিভাবে কাজ করবে তা বিস্তারিত জানা যায়নি ৷ ধারণা করা হচ্ছে, এই ফিচারটি পরবর্তী মডেলের আইফোনের একটি বিশেষ ফিচার হতে পারে৷

এছাড়া এই ফিচারটি কবে নাগাদ অ্যাপল ইউজাররা ব্যবহার করতে পারবে সে বিষয়টি এখনো স্পষ্ট নয়।

সূত্র: টেকক্রাঞ্চ

এ সম্পর্কিত আরও খবর