গোপনীয়তা রক্ষার্থে স্বয়ংক্রিয়ভাবে ডেটা মুছে দেবে গুগল

, টেক

টেক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-27 13:53:49

সম্প্রতি ইউজারদের গোপনীয়তা লঙ্ঘনের দায়ে মার্কিন টেক জায়ান্ট গুগল ও ফেসবুককে আন্তর্জাতিক সমালোচনার সম্মুখীনসহ বিশাল অঙ্কের টাকা জরিমানা দিতে হয়েছে। তাই সার্চ ইঞ্জিন গুগল ইউজারদের আস্থা অর্জনে সর্বোচ্চ গোপনীয়তা নিশ্চিত করতে সার্চ এবং লোকেশন সংক্রান্ত ডেটা স্বয়ংক্রিয়ভাবে মুছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (২৪ জুন) এক ব্লগ বিবৃতিতে গুগলের নির্বাহী প্রধান সুন্দর পিচাই বলেন, 'যেকোন পণ্যের উপর ইউজারদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ, সর্বোচ্চ গোপনীয়তা রক্ষা এবং গুগল থেকে বাই - ডিফল্ট পদ্ধতিতে কম ডেটা সংরক্ষণ করা হবে। এক্ষেত্রে নতুন গুগল ইউজারদের সবধরনের অ্যাক্টিভিটি ডেটা ১৮ মাসের মধ্যে গুগল কর্তৃক স্বয়ংক্রিয়ভাবে মুছে দেওয়া হবে। তবে বর্তমান ইউজাররা চাইলে প্রতি তিন কিংবা ১৮ মাসের মধ্যে তাদের অ্যাক্টিভিটি ডেটা মুছে দিতে পারবে।'

পিচাই জানান, গুগলে যেকোন কাজের ক্ষেত্রে ইউজারদের গোপনীয়তা রক্ষা সর্বদা কেন্দ্রবিন্দুতে থাকে।

করোনা বিপর্যয়ের কারণে স্মার্টফোনে অ্যাপভিত্তিক সংক্রমণ ঠেকাতে ফিচারের জন্য ফোনের লোকেশন প্রযুক্তি আলোচনায় এসেছে। কারণ এই অ্যাপ থেকে ইউজারদের ব্যক্তিগত ডেটা প্রতিষ্ঠানগুলোর কাছে চলে যাচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর