এখনই খুলছে না গুগল অফিস

, টেক

টেক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-27 15:49:29

যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ দিন দিন বেড়েই চলছে। এই পরিস্থিতিতে মার্কিন টেক জায়ান্ট গুগল তাদের অফিস খোলার নির্ধারিত সময় থেকে আরও দুই মাস পেছানো হয়েছে।

গুগলের মুখপাত্র ক্যাথরিন উইলিয়ামস বার্তা সংস্থা রয়টার্সকে জানান, যুক্তরাষ্ট্রে অবস্থিত গুগলের সব অফিস সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্লুমবার্গকে উইলিয়ামস নিশ্চিত করে জানায়, গুগল কর্তৃপক্ষ তাদের কর্মীদের উদ্দেশ্যে একটি অভ্যন্তরীণ নোটিশ দিয়েছে। নোটিশে বলা হয়, যেসব কর্মীরা বাসা থেকে কাজ করছেন তাদেরকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত হোম-অফিস চালিয়ে যেতে হবে।

গুগলের গ্লোবাল সিকিউরিটি ভাই প্রেসিডেন্ট ক্রিস র‍্যাকো বলেন, ' সেপ্টেম্বরের ৭ তারিখের আগে কিছুই বলা যাচ্ছে না। সম্প্রতি যুক্তরাষ্ট্রে করোনা শনাক্তের হারও ঊর্ধ্বমুখী। তাই সকলের নিরাপত্তার কথা বিবেচনা করে গুগল এই সিদ্ধান্ত নিয়েছে।'

গত মে মাসে গুগল ঘোষণা দিয়েছিল করোনা পরিস্থিতি অনুকূলে থাকলে জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে সীমিত পরিসরে অফিসগুলো খুলে দেওয়া হবে।

মঙ্গলবার (৩০ জুন) যুক্তরাষ্ট্রে একদিনে করোনা শনাক্তের হার ৪৭ হাজারের বেশি। এপর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে মারা গেছে এক লাখ ৩০ হাজার ১৩৪ জন এবং মোট সংক্রমিত হয়েছে ২৭ লাখ ৩১ হাজার ২৫৫। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ লাখ ৪৩ হাজার ৬৮৮ জন।

এ সম্পর্কিত আরও খবর