স্মার্ট চশমা তৈরির কোম্পানি কিনল গুগল

, টেক

টেক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-23 06:52:56

স্মার্ট চশমা তৈরিকারী প্রতিষ্ঠান নর্থ কে কিনে নিল মার্কিন টেক জায়ান্ট গুগল।

গুগলের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট রিচ ওস্টার্লোহ এক ব্লগ বিবৃতিতে জানায়, ‘আমরা এমন ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি যেখানে সবধরনের সাহায্য আপনার চারপাশে রয়েছে। যেখানে আপনার সমস্ত ডিভাইসগুলি একসঙ্গে কাজ করে এবং প্রযুক্তি ব্যাকগ্রাউন্ডে অবস্থান করে।’

নর্থ ফোকাল চশমার ভেতরে কম্পিউটার প্রসেসর, ব্যাটারি এবং ব্লুটুথ মডিউল ফ্রেমের মধ্যে যুক্ত থাকে। যা স্মার্টফোনের সঙ্গে কানেক্ট করে সোশ্যাল মিডিয়াসহ সবধরনের নোটিফিকেশন, পথ চলতে নির্দেশনা এবং ট্যাক্সি ডাকা যায়। তবে কতো টাকার বিনিময়ে গুগল কোম্পানিটিকে কিনে নিয়েছে তা এখনও জানা যায়নি।

একটি নর্থ ফোকাল চশমার বাজারমূল্য ৫৯৯ মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় ৫০ হাজার ৮২৭ টাকা।

এদিকে অ্যাপল ও স্যামসাং তাদের স্মার্ট চশমা চালু করার গুঞ্জন উঠেছে। অন্যদিকে ফেসবুকের ওকুলাস ভার্চুয়াল রিয়েলিটির মার্কেটে ঢুকতে পুরোপুরি তৈরি।

যুক্তরাজ্যের বাজার বিশ্লেষক লিও গেবি বলেন, ’স্মার্ট চশমা প্রযুক্তির একটি বিপ্লবী আইটেম হবে। আর এরকম ডিভাইসে গুগলের প্রয়োজনীয় সেবাগুলো পেলে ভবিষ্যতে এর চাহিদা জ্যামিতিক হারে বাড়বে।’

সূত্র: বিবিসি

এ সম্পর্কিত আরও খবর