বার্ষিক সম্মেলন ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার কনফারেন্সে (ডাব্লুডাব্লুডিসি) অ্যাপলের নতুন সফটওয়্যার ও প্রযুক্তি সম্পর্কে ধারণা দেয় প্রতিষ্ঠানটি। এরমধ্যে বহুল প্রত্যাশিত আইফোনে আইওএস ১৪ এবং আইপ্যাডে আইপ্যাডওএস ১৪ বেটা ভার্সন অপারেটিং সিস্টেম চালু করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) আইওএস নতুন বেটা ভার্সনটি বিশ্বব্যাপী অ্যাপল ইউজারদের জন্য উন্মুক্ত করা হয়েছে। যা বর্তমানে আইওএস ১৩ চালিত সব আইফোন ও আইপ্যাডে চলবে।
নতুন আইওএস ১৪ বেটা ভার্সনের যেসব ফিচার রয়েছে:
নতুন আপডেটে আইওএস ১৪ তে ইউজার ইন্টারফেসে সম্পূর্ণ রি-ডিজাইন করা হয়েছে। ফলে অ্যাপ লাইব্রেরিতে একই গ্রুপের অ্যাপগুলো আলাদাভাবে ফোল্ডারে থাকবে। প্রথম সারির বেট ভার্সন ইউজাররা হোম স্ক্রিনে বিভিন্ন উইজেটস যুক্ত করতে পারবে। এছাড়া ডিভাইসে সর্বোচ্চ ব্যবহৃত অ্যাপের উপর ভিত্তি করে স্মার্ট স্টাক উইজেট তৈরি করা যাবে।
অ্যাপলের বরাবরের মতো নতুন আপডেটে ও ফিচারে ইউজারদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আর নতুন আপডেটে নতুন অ্যাপল ম্যাপস এবং সাফারি ব্রাউজার আনা হয়েছে।
অ্যাপলের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সিরি তে নতুন আপডেটসহ সম্পূর্ণ নতুনভাবে সাজানো হয়েছে।
এছাড়াও নতুন আইওএস অপারেটিং সিস্টেমে পিকচার-ইন-পিকচার (পিআইপি) মুড নিশ্চিত করা হয়েছে। তাই মাল্টিপল টাস্কিং হবে এখন আরও ফাস্ট। সেই সঙ্গে নতুন মেমোজিও যুক্ত করা হয়েছে।
আইপ্যাডওএস ১৪
নতুন আইপ্যাডওএস ১৪ বেটা ভার্সনে টুলবার ফিচারসহ সাইডবার অ্যাপস ফিচার যুক্ত করা হয়েছে। এছাড়াও নতুন অ্যাপল পেন্সিল ফিচার এবং অগমেন্টেড রিয়েলিটি প্রযুক্তি সুবিধার উন্নয়ন করা হয়েছে।
যেভাবে আইওএস ১৪ বেটা ভার্সন ডাউনলোড করবেন:
প্রথম পাবলিক বেটা ভার্সনটি ব্যবহার করতে অ্যাপল ইউজারদের ‘অ্যাপল বেটা সফটওয়্যার প্রোগ্রামে’ অ্যাপল আইডি দিয়ে সাইন-ইন করতে হবে। এই প্রোগ্রামে তালিকাভুক্ত হওয়ার পরে ডিভাইসে সেটিংস>জেনারেল>সফটওয়্যার আপডেট ডাউনলোড করুন। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে ডিভাইসে যেনো অন্তত ৫০ শতাংশ চার্জ থাকে।
সূত্র: গ্যাজেটস নাও