স্মার্টফোনের বাক্সে চার্জার দেবে না স্যামসাং

মোবাইল ফোন, টেক

টেক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 15:05:29

আগামী বছর থেকে স্মার্টফোনে বক্সের সঙ্গে চার্জার দেবে না স্যামসাং।

দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যম ইটিনিউজের প্রতিবেদনে বলা হয়, আগামী ২০২১ সাল থেকে দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং তাদের স্মার্টফোনের সঙ্গে চার্জার দেবে না। কারণ হিসেবে স্যামসাং জানায়, অধিকাংশ মানুষের কাছেই চার্জার আছে, তাই বাড়তি খরচ কমাতে নতুন ফোনের বাক্সে চার্জার দেওয়া হবে না।

তবে ফোনের বাক্সে চার্জার না দেওয়ার এত বড় সিদ্ধান্ত শুধু স্যামসাংই নেয়নি। এর কয়েক সপ্তাহ আগ থেকে শোনা যায়, মার্কিন টেক জায়ান্ট অ্যাপল তাদের নতুন আইফোন ১২ বাক্সে চার্জার দেবে না।

অ্যাপলের প্রোডাক্ট বিশ্লেষক মিং চি কু জানান, বর্তমান সময়ে বিক্রিত আইফোনগুলোতে মডেল অনুযায়ী ৫/১৮ ওয়াটের চার্জার দিয়ে চার্জ হচ্ছে। কিন্তু প্রয়োজনের ভিত্তিতে আলাদাভাবে অ্যাপল ২০ ওয়াটের ফাস্ট চার্জিং চার্জার বিক্রি করতে পারে।

এদিকে স্যামসাং ও অ্যাপলের এ সিদ্ধান্তে ফোনের বাজারজাতকরণে ভিন্নতা আসবে। ফোনের বাক্সের আকার ছোট হবে। আর ইলেকট্রনিক পণ্যের বর্জ্য কম হলে তা প্রকৃতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। এ সবকিছু চিন্তা করেই স্যামসাং এই সিদ্ধান্ত নিয়েছে।

এ সম্পর্কিত আরও খবর