বেশকিছু বহুল ব্যবহৃত অ্যাপ আইফোন ও আইপ্যাডে বন্ধ হয়ে যাওয়ায় অভিযোগ উঠেছে সোশ্যাল টেক জায়ান্ট ফেসবুকের বিরুদ্ধে।
শুক্রবার (১০ জুলাই) বিশ্বজুড়ে অ্যাপল ইউজাররা তাদের ডিভাইসে টিন্ডার, স্পটিফাই, ওয়েজ, টিকটকসহ বেশকিছু অ্যাপে কয়েক ঘণ্টা যাবত কোনো কাজ করতে পারেনি।
দোষ স্বীকার করে ফেসবুক কর্তৃপক্ষ জানায়, ফেসবুকের নতুন আপডেটে কোড পরিবর্তনের ফলে আইওএস ডিভাইসের বেশকিছু অ্যাপস বন্ধ হয়ে যায়। তবে বিষয়টি অবগত হওয়ার সঙ্গে সঙ্গে ফেসবুক এই ত্রুটি সমাধান করেছে।
ক্ষুব্ধ ব্যবহারকারীরা ডাউন ডিটেক্টর প্ল্যাটফর্মে গিয়ে ব্যাপকভাবে এই বিভ্রাটের জন্য সমালোচনা করে করে ক্ষোভ প্রকাশ করেছে। ডাউন ডিটেক্টর হচ্ছে, সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন প্ল্যাটফর্মের ত্রুটি পর্যবেক্ষণকারী সাইট।
তবে এবারই প্রথম নয়। গত মে মাসে ফেসবুকের নতুন আপডেটে আইওএস ডিভাইসের অন্যান্য অ্যাপসে সমস্যা দেখা দিয়েছিল।
সূত্র: বিবিসি