হুয়াওয়েসহ চীনা কোম্পানির কর্মীদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

মোবাইল ফোন, টেক

টেক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 21:53:58

হুয়াওয়েসহ অন্যান্য চীনা প্রযুক্তি কর্মীদের ভিসার উপর বিধি নিষেধ জারি করেছে যুক্তরাষ্ট্র।

বুধবার (১৫ জুলাই) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিব মাইক পম্পেও এক বিবৃতিতে জানান, হুয়াওয়ে এবং অন্যান্য চীনা কোম্পানির কর্মীদের ভিসা দেওয়ার ওপর কঠিন বিধি নিষেধ আরোপ করা হবে। হুয়াওয়ে বিশ্বব্যাপী মানবাধিকার লঙ্ঘন করেছে।

তিনি বলেন, ‘হুয়াওয়ে চীনের কমিউনিস্ট পার্টির জন্য কাজ করছে, তাদের জন্য নজরদারির কর্মকাণ্ড পরিচালনা করছে। যা দিয়ে তারা নিজের দেশের ভিন্ন মতাবলম্বীদের দমন করছে এবং বাইরের দেশগুলোর গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিচ্ছে।

তবে এই বিষয়ে যুক্তরাষ্ট্রে অবস্থিত চীনের দূতাবাস কোনো প্রতিক্রিয়া জানায়নি।

এর আগে যুক্তরাষ্ট্রে ফাইভ-জি নেটওয়ার্ক স্থাপনে হুয়াওয়ের যন্ত্রাংশ রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। তাই যুক্তরাষ্ট্রে হুয়াওয়েসহ অন্যান্য চীনা কোম্পানিগুলোকে কালো তালিকা ভুক্ত করে মার্কিন প্রশাসন।

এদিকে যুক্তরাজ্যে ফাইভ-জি নেটওয়ার্ক স্থাপনে হুয়াওয়েকে নিষিদ্ধের পর যুক্তরাষ্ট্রে এসব কোম্পানিটির কর্মীদের ভিসা বন্ধের ঘোষণা দিয়েছে।

সূত্র: সিএনবিসি

এ সম্পর্কিত আরও খবর