বিজয়ের মাসে ট্রাভেলটকে আজ ‘যুদ্ধদিনের ভ্রমণস্মৃতি’

, ট্রাভেল

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 07:34:26

বিজয়ের মাসে ট্রাভেলটকে আজকের বিষয় ‘যুদ্ধদিনের ভ্রমণস্মৃতি’। ভ্রমণগদ্য ও বার্তা২৪.কম- এর আয়োজনে আলোচনা, আড্ডা, আবৃত্তি ও গানের লাইভ শো’য়ে যুদ্ধদিনের ভ্রমণস্মৃতি তুলে আনবেন ভ্রমণ ও কর্পোরেট ব্যক্তিত্ব সৈয়দ রওশন কামাল এবং ভ্রমণ বিশেষজ্ঞ, প্যাসিফিক এশিয়া ট্রাভেল এসোসিয়েশনের মহাসচিব তৌফিক রহমান। বিজয় ও মুক্তিযুদ্ধভিত্তিক আবৃত্তিতে অংশ নেবেন প্রজন্মের বাচিকশিল্পী ঐশী পাল। উপস্থাপনা-পরিচালনায় যথারীতি কবি-ভ্রমণলেখক মাহমুদ হাফিজ। অনুষ্ঠানটি শনিবার (১৯ ডিসেম্বর) রাত ৮টায় ভ্রমণগদ্য ও বার্তা২৪.কমের ফেসুবক পেজ থেকে লাইভ সম্প্রচার হবে। সরাসরি দেখতে- facebook.com/bhromongoddya ও facebook.com/barta24news. 

১৯৭১ সালে বাঙালির মুক্তিসংগ্রামের শেষদিকে শুরু হয়েছিল কর্মসূত্রে পাকিস্তানে আটকেপড়া বাঙালিদের দেশে ফিরে আসার আরেক সংগ্রাম। মুক্তিযুদ্ধের এই পর্বটি নিয়ে খুব বেশি আলোচনা গবেষণা হয়েছে বলে মনে হয় না। বাঙালি হওয়া এবং দেশকে অকৃত্রিম মমতায় ভালবাসার জন্য পাকিস্তানে আটকেপড়া বাঙালিদের তখন সইতে হয়েছে বঞ্চনা, অপমান ও লাঞ্জনা। দেশপ্রেমকে পুঁজি করে সব বাধা ডিঙিয়ে জীবনের ঝুঁকি নিয়ে বাঙালিরা দেশে ফিরে আসেন। আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন, যাঁরা যুদ্ধদিনে পাকিস্তান থেকে ফিরেছিলেন এবং অর্ধশতক পরেও দেশে ফেরার অম্লমধুর স্মৃতি বহন করে চলেছেন। তেমনি দু’জন মানুষ সৈয়দ রওশন কামাল ও তৌফিক রহমান। একাত্তরে করাচি থেকে আফগানিস্তানের কাবুল ও দিল্লি হয়ে জীবনের ঝুঁকি নিয়ে দেশে ফেরার রোমহর্ষক স্মৃতি তাঁদের স্মৃতিতে এখনও উজ্জ্বল। তৌফিক রহমান তো বাবা-মায়ের কাছ থেকে শুনে শুনে তা নিয়ে লিখেছেন আস্ত একটি বই ‘ডেটলাইন-১৯৭১, করাচী থেকে ঢাকা’। সৈয়দ রওশন কামাল সব স্মৃতি জড়ো করছেন অবসর সময়ে স্মৃতিকথা লেখার জন্য। যুদ্ধদিনের সেইসব স্মৃতি শোনাতে ট্রাভেলটকে এবার হাজির হবেন এই দুই বরেণ্য। অনুষ্ঠানের গাম্ভীর্যের সঙ্গে সঙ্গতি রেখে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বিজয়ের কবিতা আবৃত্তিতে অংশ নেবেন তরুণ প্রজন্মের বাচিকশিল্পী ঐশী পাল।

অনুষ্ঠানে যুক্ত হোন। দেশ, দেশপ্রেম, মুক্তিযুদ্ধের বীরত্বগাঁথার সঙ্গে থাকুন।

এ সম্পর্কিত আরও খবর