বাংলাদেশ থেকে বিশ্বের ১৫৭ গন্তব্যে ভ্রমণকারীদের জন্য আকর্ষণীয় অফার ঘোষণা করেছে এমিরেটস এয়ারলাইন।
এ অফার পেতে আগামী ৮ জানুয়ারি থেকে ২১ জানুয়ারির মধ্যে টিকিট ক্রয় করে ৩০ নভেম্বরের মধ্যে এসব দেশে ভ্রমণ করতে হবে।
বিশেষ মূল্যছাড়ে দুবাই রিটার্ন টিকিটের মূল্য হবে ইকোনমিক শ্রেণিতে ট্যাক্সসহ সর্বনিম্ন ৫০ হাজার ৫০২ টাকা, লন্ডন, নিউইর্য়কের ক্ষেত্রে ৮০ হাজার ৩৭১ টাকা ও রোমের ক্ষেত্রে ৬৮ হাজার ৯৭২ টাকা।
বিজনেস শ্রেণিতে দুবাইয়ের টিকিটের দাম পড়বে ১ লাখ ৯৩ হাজার ৮৫৬ টাকা, লন্ডনের ক্ষেত্রে ২ লাখ ৮৭ হাজার ৩৭৩ টাকা, নিউইর্য়কের ক্ষেত্রে ৩ লাখ ৬২ হাজার ৭৫২ টাকা ও রোমের ক্ষেত্রে ২ লাখ ৩০ হাজার ৭৯৭ টাকা।
সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিস্তারিত তথ্যের জন্য যাত্রীর নিকটস্থ ট্রাভেল এজেন্ট, এমিরেটসের ঢাকা, চট্টগ্রাম ও সিলেট অফিসে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া এমিরেটসের www.emirates.com/bd ওয়েবসাইট ভিজিট করেও প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে মর্মে জানানো হয়েছে।
এমিরেটসে ভ্রমণকারী যাত্রীরা ইকোনমি শ্রেণিতে ৩৫ কেজি, বিজনেস ও প্রথম শ্রেণিতে যথাক্রমে ৪০ কেজি এবং ৫০ কেজি ব্যাগেজ সুবিধা পেয়ে থাকেন।
গত ২৬ ডিসেম্বর দুবাই শপিং ফেস্টিভাল শুরু হয়েছে যা আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এমিরেটসে ভ্রমণকারীরা দুবাই থেকে নিজস্ব গন্তব্যে ফেরার পথে বিনামূল্যে অতিরিক্ত ১০ কেজি ব্যাগেজ নিতে পারবেন।
এই বিশেষ অফারটি পেতে হলে যাত্রীদের ২ ফেব্রুয়ারির মধ্যে টিকিট ক্রয় এবং ৪ ফেব্রুয়ারির মধ্যে ভ্রমণ করতে হবে।